Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 141:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 হে প্রভু পরমেশ্বর আমি ডাকি তোমায় করো না বিলম্ব, সাহায্য কর আমায়। কর্ণপাত কর আমার ডাকে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 হে মাবুদ, আমি তোমাকে ডাকছি, আমার পক্ষে ত্বরা কর; আমি তোমাকে ডাকলে আমার ডাকে কান দাও।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 হে সদাপ্রভু, আমি তোমায় ডাকি, তুমি তাড়াতাড়ি আমার কাছে এসো; আমি যখন ডাকি তখন আমার প্রার্থনায় কর্ণপাত করো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 হে সদাপ্রভু, আমি তোমাকে ডাকিয়াছি, আমার পক্ষে ত্বরা কর; আমি তোমাকে ডাকিলে আমার রবে কর্ণপাত কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 প্রভু, সাহায্যের জন্য আমি আপনাকে ডাকছি। যখন আমি আপনার কাছে প্রার্থনা করি তখন আমার প্রার্থনা শুনুন। শীঘ্রই আমাকে সাহায্য করুন!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 সদাপ্রভুু, আমি তোমাকে ডেকেছি; আমার কাছে তাড়াতাড়ি এস। আমার কথা শোনো যখন আমি তোমাকে ডাকি।

অধ্যায় দেখুন কপি




গীত 141:1
10 ক্রস রেফারেন্স  

দীন ও দুঃখী আমি, সত্বর এস হে ঈশ্বর, আমার কাছে। হে আমার আরাধ্য ঈশ্বর, তুমি অগতির গতি, তুমিই আমার পরিত্রাতা বিলম্ব করো না সাহায্য দানে।


হে ঈশ্বর, আমার কাছ থেকে দূরে থেক না তুমি, হে আমার ঈশ্বর, সত্বর সাহায্য কর আমায়।


হে প্রভু পরমেশ্বর, উত্তর দাও আমায় করো না বিলম্ব, নিঃশেষিত উদ্যম আমার, আড়াল করো না তোমার শ্রীমুখ আমার কাছে, তাহলে আমার দশা হবে মৃতলোকবাসীদের মত।


হে প্রভু পরমেশ্বর, কৃপা কর, উদ্ধার কর আমায়, সত্ত্বর সাহায্য কর।


হে প্রভু পরমেশ্বর, আর দূরে থেক না তুমি তুমিই আমার সহায়, তৎপর হও, সাহায্য কর আমায়।


হে প্রভু পরমেশ্বর, আমার প্রার্থনা শোন, সত্যনিষ্ঠ তুমি, কর্ণপাত কর আমার আবেদনে, উত্তর দাও আমায় তুমি ধর্মময়।


তুমি কি আমার অপরাধ ক্ষমা করতে পার না? আমার অধর্মের মার্জনা কি নেই তোমার কাছে? অচিরেই আমি কবরে শায়িত হব, তুমি আমার সন্ধান করবে, কিন্তু তখন আর থাকবে না আমার অস্তিত্ব।


আমি যখন সাহায্যের আশায় আর্তস্বরে তোমায় ডাকি, তোমার পুণ্য মন্দিরের দিকে প্রসারিত করি দুটি হাত তখন তুমি শ্রবণ করো আমার করুণ মিনতি।


যারা আমার জীবন নাশের চেষ্টা করে, লজ্জিত হোক, বিভ্রান্ত হোক তারা, যারা আমার অনিষ্ট কামনা করে, অপদস্থ হোক তারা, ব্যর্থ হোক তাদের পরিকল্পনা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন