Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 140:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 সর্পের জিহ্বার মত ওরা তীক্ষ্ণ করেছে নিজেদের রসনা ওদের ওষ্ঠাধরে নিহিত রয়েছে কালসর্পের সুতীব্র হলাহল। সেলা

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 তারা সাপের মত নিজ নিজ জিহ্বা ধারালো করেছে, তাদের ওষ্ঠাধরের নিম্নভাগে কালসাপের বিষ থাকে। [সেলা।]

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 তারা সাপের মতো তাদের জিভ তীক্ষ্ণ করে; কালসাপের বিষ তাদের মুখে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 তাহারা সর্পের ন্যায় স্ব স্ব জিহ্বা তীক্ষ্ণ করিয়াছে, তাহাদের ওষ্ঠাধরের নিম্নভাগে কালসর্পের বিষ থাকে। সেলা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 ওদের জিভ বিষধর সাপের মত। ওদের জিভের নীচে সাপের মতই বিষ থাকে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 তাদের জিভের ক্ষত বিষধর সাপের মত; তাদের ঠোঁটে সাপের বিষ।

অধ্যায় দেখুন কপি




গীত 140:3
18 ক্রস রেফারেন্স  

সাপের বিষের মতই তাদের বিষ, ওরা কান বন্ধ করে রাখে, বধির কালসাপের মত।


কিন্তু আমার ভয় হচ্ছে সর্প যেমন ধূর্তকৌশলে হবাকে প্রতারিত করেছিল, তেমনি খ্রীষ্টের প্রতি আন্তরিক আনুগত্য থেকে তোমাদের মন যেন ভ্রষ্ট না হয়।


কিন্তু পরে তোমার মনে হবে এ যেন এক বিষধর সাপের ছোবল।


কাল সাপের বংশ! তোমরা নিজেরা অসৎ, ভাল কথা তোমরা বলবে কি করে?


তারা সকলেই বিপথে পরিচালিত করে তাদের বন্ধুদের, সত্য কথা বলে না কেউ, মিথ্যার অনুশীলনে তারা জিহ্বাকে করেছে পটু, পাপাচার তারা করবে না পরিত্যাগ, করবে না অনুতাপও। একের পর এক চরম অন্যায় তারা করে চলে, একটি প্রতারণা অনুসরণ করে আর একটিকে, তারা জানতে চায় না আমায়–—বলেন প্রভু পরমেশ্বর।


তারা সবসময়ে মিথ্যাকথা বলতে প্রস্তুত, সত্যের পরিবর্তে অসত্যের রাজত্বসেই দেশে। প্রভু পরমেশ্বর বলেন, আমার প্রজারা একের পর এক কুকর্ম করে চলেছে, আমাকে তারা স্বীকার করে না তাদের ঈশ্বর বলে।


শত্রুবেষ্টিত আমি, সিংহের মত ওরা বেষ্টন করেছে আমায়, নরখাদকদের মধ্যে আমার শয়ন। ওদের দন্তরাজি বর্শা ও তীরের মত, ওদের জিহ্বা যেন তীক্ষ্ণ তরবারি।


তোমার বিরুদ্ধে বিদ্রোহ করেছি আমরা, প্রত্যাখ্যান করেছি তোমাকে, পরিত্যাগ করেছি তোমার পথ। অপরকে আমরা পীড়ন করেছি, মুখ ফিরিয়েছি তোমার দিক থেকে। আমাদের চিন্তা-ভাবনা মিথ্যায় ভরা, ছলনাপূর্ণ আমাদের মুখের কথা।


অসংযত কথা তরবারির মত বিদ্ধ করে কিন্তু জ্ঞানবানদের কথা ক্ষত নিরাময় করে।


তখন প্রভু পরমেশ্বর নারীকে বললেন, তুমি এ কি করেছ? নারী উত্তর দিলেন, সর্প আমাকে ভুলিয়েছিল, তাই আমি খেয়েছি।


দেখ, ওদের মুখে অনর্গল কটূ কথা, ওদের ওষ্ঠ যেন শাণিত তরবারি, ওরা ভাবে, ওদের কথা শুনতে পায় না কেউ।


তার কুটিল মন চক্রান্ত করে, সর্বদা ঝগড়া-বিবাদ বাধায়।


আমায় ঘিরে তাদের সকল গুঞ্জন, চলে হাজার অভিসন্ধি আর কুমন্ত্রণা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন