Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 140:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 ওদের উপর বর্ষিত হোক জ্বলন্ত অঙ্গাররাশি, ওরা নিক্ষিপ্ত হোক গহ্বরে, আর যেন উঠতে না পারে তারা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 তাদের উপরে জ্বলন্ত অঙ্গার পড়ুক, তারা নিক্ষিপ্ত হোক অগ্নিতে, নিক্ষিপ্ত হোক গভীর খাতে, যতে আর না ওঠে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 জ্বলন্ত কয়লা তাদের উপর পড়ুক; আগুনে নিক্ষিপ্ত হোক তারা, নিক্ষিপ্ত হোক কর্দমাক্ত গর্তে, যেন আর উঠতে না পারে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 তাহাদের উপরে জ্বলন্ত অঙ্গার পড়ুক, তাহারা নিক্ষিপ্ত হউক অগ্নিতে, নিক্ষিপ্ত হউক গভীর খাতে, আর না উঠুক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 ওদের মাথায় জ্বলন্ত কয়লা ঢেলে দিন। আমার শত্রুদের আগুনে ফেলে দিন। ওদের কবরের মধ্যে নিক্ষেপ করুন যাতে ওরা আর ওখান থেকে উঠতে না পারে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 তাদের ওপরে জ্বলন্ত কয়লা পড়ুক, তাদের আগুনে, গভীর খাতে ছুঁড়ে দাও, কখনো যেন উঠতে না পারে।

অধ্যায় দেখুন কপি




গীত 140:10
17 ক্রস রেফারেন্স  

দুর্জনদের উপর তিনি বর্ষণ করবেন, জ্বলন্ত অঙ্গার ও গন্ধক, অগ্নি ও ঝঞ্ঝা তাদের যোগ্য দণ্ড।


তোমার আবির্ভাবে নিক্ষিপ্ত হবে তারা জ্বলন্ত অগ্নিকুণ্ডে, মহাক্রোধে প্রভু পরমেশ্বর ধ্বংস করবেন তাদের, অগ্নি তাদের করবে গ্রাস।


কিন্তু যারা ভীরু, অবিশ্বাসী, কলুষিত, নরঘাতক, ব্যভিচারী, যাদুকর, পৌত্তলিক ও মিথ্যাবাদী তাদের সকলেরই গতি হবে জ্বলন্ত অগ্নিময় গন্ধক হ্রদে। এই সেই দ্বিতীয় মৃত্যু।”


জীবনপঞ্জীতে যার নাম ওঠেনি তাকে অগ্নি-হ্রদে নিক্ষেপ করা হল।


অগ্নিকুণ্ডে ফেলে দেবে। সেখানেই তারা অনুশোচনা ও আক্ষেপ করবে।


অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবেন। সেখানে তারা অনুশোচনা ও আক্ষেপ করবে।


যে ব্যক্তি নরহত্যার অপরাধে অপরাধী সে মরিয়া হয়ে পালিয়ে বেড়ায়, কেউ তাকে দয়া না করুক।


যে সৎ লোককে ভুলিয়ে বিপথে নিয়ে যায়, সে নিজেই নিজের ফাঁদে পড়বে। নিষ্পাপ ব্যক্তি পুরস্কৃত হয় কিন্তু দুরাত্মা সব হারায়। ধনীরা মনে করে তারা খুব জ্ঞানবান কিন্তু গরীব হলেও মানুষ চেনার ক্ষমতা যার আছে ধনীদের চাতুরী সে ধরে ফেলে।


সৈনিকের তীক্ষ্ণ শরজালে বেষ্টিত হবে তুমি, দগ্ধ হবে জ্বলন্ত অঙ্গার রাশির দহনে।


হে ঈশ্বর, তুমি ওদের নিক্ষেপ করবে বিনাশের গভীরতম গহ্বরে, রক্তলোলুপ ও প্রতারকেরা জীবনের মাঝপথেই হারাবে তাদের আয়ু কিন্তু তোমারই উপর থাকবে আমার অনন্ত আস্থা।


প্রভু ন্যায়পরায়ণ, আমি গাইব তাঁর বন্দনা গান, সুখী হব আমি পরাৎপর ঈশ্বরের স্তুতি গানে।


তখন সন্ত্রস্ত হয়ে উঠবে মানুষ ভয়ে ভক্তিতে, উপলব্ধি করবে ঈশ্বরের মহান কীর্তি, আলোচনা করবে তাঁর আশ্চর্য কর্মপন্থা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন