Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 139:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 আমার জিহ্বা কোন কথা উচ্চারণ করার আগেই হে প্রভু পরমেশ্বর সবই জান তুমি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 যখন আমার জিহ্বাতে একটি কথাও নেই, হে মাবুদ, তুমি তার সবকিছুই জান।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 আমার জিভে কোনও কথা উচ্চারিত হবার আগেই তুমি, হে সদাপ্রভু, তা সম্পূর্ণভাবে জানো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 যখন আমার জিহ্বাতে একটী কথাও নাই, দেখ, সদাপ্রভু, তুমি উহা সমস্তই জানিতেছ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 প্রভু, আমি কিছু বলার আগেই আপনি বুঝে যান আমি কি বলতে চাই।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 কারণ আমার একটা কথা নেই যা আমি বলি তা তুমি সম্পূর্ণ জান না, সদাপ্রভুু।

অধ্যায় দেখুন কপি




গীত 139:4
13 ক্রস রেফারেন্স  

আমার মুখের বাক্য, আমার চিত্তের ধ্যান, গ্রাহ্য হোক, তোমার দৃষ্টিতে হে প্রভু পরমেশ্বর আমার শৈল, আমার মুক্তিদাতা।


তুমি বলেছ, তুমি কে যে অসার কথা দিয়ে, আমার প্রজ্ঞাকে আচ্ছন্ন করতে সাহস কর? সত্যিই, আমি যা বুঝি না তাই বলেছি, আমার অজানা পরামশ্চর্য বিষয় সম্পর্কে উক্তি করেছি।


কেউ যদি নিজেকে খুব ধার্মিক বলে মনে করে, অথচ রসনা সংযত করতে না পারে, সে নিজেকেই ঠকায়। তার ধর্মকর্ম সবই অসার।


এই-ই হল তাদের ভবিতব্য, কারণ তারা সাংঘাতিক পাপে লিপ্ত তারা পরস্ত্রীর সঙ্গে ব্যভিচার করেছে, প্রভু পরমেশ্বরের নাম নিয়ে মিথ্যা বলেছে। এ কাজ পরমেশ্বরের ইচ্ছাবিরুদ্ধ। তারা কি করেছে, সব তিনি জানেন। তিনি এর প্রত্যক্ষদর্শী সাক্ষী। এ কথা প্রভু পরমেশ্বর বলেন।


তুমি আর কতক্ষণ এসব কথা বলবে? ঝড়ের মত বয়ে যাবে তোমার মুখের বাক্য?


কে তুমি মূর্খ, অসার কথা দিয়ে আমার প্রজ্ঞাকে আচ্ছন্ন করতে সাহস কর?


তখন তিনি প্রদীপ জ্বেলে জেরুশালেমের কোণে কোণে খুঁজবেন তাদের। যারা আত্মতুষ্টির নেশায় বিভোর হয়ে নিরুদ্বেগে কাল যাপন করে আর ভাবে, পরমেশ্বর ভাল কি মন্দ কিছুই করেন না,তাদের উপর নেমে আসবে তাঁর মহাদণ্ড।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন