Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 137:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 হে উপদ্রবী ব্যাবিলন যে আঘাত হেনেছ তুমি আমাদের প্রতি, তেমনি প্রতিফল যে দেবে তোমাকে ধন্য সেই জন, যে ফিরিয়ে দেবে তোমায় সেই আঘাত,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 হে ব্যাবিলন-কন্যা, হে বিনাশপাত্রি, সুখী সেই, যে তোমাকে সেরকম প্রতিফল দেবে, যেরকম তুমি আমাদের প্রতি করেছ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 হে ব্যাবিলনের কন্যা, তুমি ধ্বংস হবে, ধন্য সেই যে তোমাকে সেরকম প্রতিফল দেবে যে রকম তুমি আমাদের প্রতি করেছিলে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 হে বাবিল-কন্যা, হে বিনাশপাত্রি, ধন্য সেই, যে তোমাকে সেইরূপ প্রতিফল দিবে, যেরূপ তুমি আমাদের প্রতি করিয়াছ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 বাবিল তুমি ধ্বংস হয়ে যাবে! সেই লোকই ধন্য যে তোমার প্রাপ্য শাস্তি তোমাকে দেয়। সেই মানুষের প্রশংসা হোক্ যে লোক, তোমাকে সেই ভাবে আঘাত করে, যেমন তুমি আমাদের আঘাত করেছিলে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 বাবিলের মেয়ে, তাড়াতাড়ি তুমি ধ্বংস হবে, ধন্য সে হবে, যে তোমাকে সেরকম প্রতিফল দেবে, যেমন তুমি আমাদের ওপরে করেছ।

অধ্যায় দেখুন কপি




গীত 137:8
14 ক্রস রেফারেন্স  

সে তোমাদের সঙ্গে যেমন আচরণ করেছেতার যোগ্য প্রতিফল দাও তাকে,তার কৃতকর্মের দ্বিগুণ প্রতিফল দাও।যে পানপাত্রে সে মাদক মেশাতদ্বিগুণ মাদকে পূর্ণ করে দাওসেই পানপাত্র তারই জন্য।


ব্যাবিলন সম্বন্ধে দৈববাণী। মরুভূমির ধুলো উড়িয়ে নিয়ে ঘূর্ণিঝড় যেমন প্রবল বেগে ধাবিত হয়, ঠিক তেমনি এক ভয়ঙ্কর দেশ থেকে বিপর্যয় ছুটে আসবে।


সাইরাসকে বলি আমি, তুমিই সেইজন যে শাসন পরিচালনা করবে আমার প্রজাদের, পূর্ণ করবে তুমি আমার ইচ্ছা, আদেশ দেবে তুমি জেরুশালেম পুনর্নির্মাণের, আদেশ দেবে মন্দিরের ভিত্তি প্রতিষ্ঠার।


“হে স্বর্গরলোক, আনন্দ কর তার এ দশায়,পুণ্যাত্মা, প্রেরিত-শিষ্য ওপ্রবক্তা নবীরাও উল্লসিত হও,কারণ তোমাদের প্রতি তার অন্যায়েরবিচার করে ঈশ্বর তাকেদিয়েছেন চরম প্রতিফল।”


পালাও, তোমরা, যারা ব্যাবিলনে বাস করছ, সিয়োনে পালিয়ে যাও।


ব্যাবিলন নগর ও তার অধিবাসীদের সম্বন্ধে, প্রভু পরমেশ্বরের এই বার্তা এল আমার কাছে,


ধনুর্ধরদের বল, ব্যাবিলন আক্রমণ করতে। নগরী ঘিরে ফেল চারিদিক থেকে। কাউকে পালাতে দিও না। সে যা করেছে, প্রতিশোধ নাও তার। অন্যের সঙ্গে সে যে ব্যবহার করেছে, তার সঙ্গে সেইরকমই ব্যবহার কর। কারণ, ইসরায়েলের পবিত্রতম যে আমি, আমাকে সে অবজ্ঞা করেছে দম্ভভরে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন