গীত 136:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)5 যিনি আপন প্রজ্ঞায় নির্মাণ করেছেন আকাশমণ্ডল, –চিরায়ত তাঁর অবিচল প্রেম। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 যিনি বুদ্ধি দ্বারা আসমান নির্মাণ করেছেন; —তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী— অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 যিনি নিজের প্রজ্ঞাবলে এই আকাশমণ্ডল সৃষ্টি করেছেন, তাঁর দয়া অনন্তকালস্থায়ী। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 যিনি বুদ্ধি দ্বারা আকাশমণ্ডল নির্ম্মাণ করিয়াছেন; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী— অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 ঈশ্বরের প্রশংসা কর যিনি প্রজ্ঞা দিয়ে আকাশ সৃষ্টি করেছেন! তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 যিনি প্রজ্ঞার দ্বারা আকাশমণ্ডল সৃষ্টি করেছেন; তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷ অধ্যায় দেখুন |