Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 136:16 - পবিএ বাইবেল CL Bible (BSI)

16 যিনি তাঁর প্রজাদের পরিচালিত করেছিলেন প্রান্তরের মাঝে, –চিরায়ত তাঁর অবিচল প্রেম।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 যিনি নিজের প্রজাদেরকে মরুভূমির মধ্য দিয়ে গমন করালেন; —তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 যিনি তাঁর প্রজাদের মরুপ্রান্তরের মধ্য দিয়ে পরিচালিত করলেন, তাঁর দয়া অনন্তকালস্থায়ী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 [তাঁহার স্তব কর,] যিনি নিজ প্রজাগণকে প্রান্তরের মধ্য দিয়া গমন করাইলেন; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 ঈশ্বর তাঁর লোকদের মরুভূমির মধ্যে দিয়ে পথ দেখিয়েছিলেন। তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 তাঁর স্তব কর, যিনি নিজের লোকেদেরকে প্রান্তরের মধ্য দিয়ে গমন করালেন; তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী,

অধ্যায় দেখুন কপি




গীত 136:16
11 ক্রস রেফারেন্স  

তিনি তোমাদের সেই ভয়ঙ্কর বিশাল প্রান্তরের মধ্য দিয়ে, বিষধর সর্প ও বৃশ্চিকে পরিপূর্ণ জলহীন মরুপ্রান্তরের মধ্য দিয়ে তোমাদের পরিচালনা করেছেন, তিনি সুকঠিন পর্বতগাত্র থেকে তোমাদের জন্য জলস্রোত নির্গত করেছেন।


মোশি ইসরায়েলীদের লোহিত সাগর থেকে শুরু প্রান্তরের দিকে পরিচালিত করলেন। প্রান্তরে তিন দিন চলার পরেও তারা জলের সন্ধান পেলেন না।


তাই ঈশ্বর তাদের ঘুর-পথে প্রান্তরের মধ্য দিয়ে লোহিত সাগরের দিকে পরিচালিত করলেন। সশস্ত্র ইসরায়েলীরা ব্যূহ রচনা করে মিশর ছেড়ে এগিয়ে চলল।


মোশি ও হারোণের নেতৃত্বে মেষপালের মত পরিচালনা করেছিলে তুমি তোমার প্রজাদের।


তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর এই চল্লিশ বছর ধরে তোমাদের নত নম্র করার জন্য এবং তাঁর আদেশ পালন সম্পর্কে তোমাদের মনোভাব যাচাই করে দেখার জন্য প্রান্তরে যে সব পথে তোমাদের পরিচালনা করেছেন, সেই পথের কথা তোমরা স্মরণে রাখবে।


কখনও তারা ক্ষুধিত হবে না, হবে না কখনও তৃষিত। রৌদ্রের খরতাপ আর তপ্ত মরুবালি দগ্ধ করবে না তাদের, কারণ তাদের পরিচালনা করে নিয়ে যাবেন এমন একজন, যিনি ভালবাসেন তাদের, জলের উৎসমুখে তিনি নিয়ে যাবেন তাদের।


তবুও তুমি তাদের করনি পরিত্যাগ সেই মরুদেশে তোমার করুণার নেই কোন শেষ। নাওনি সরিয়ে তুমি মেঘস্তম্ভ অথবা স্তম্ভ অগ্নির যা তাদের দেখাত পথ দিবসে-নিশীথে।


মেঘস্তম্ভ হয়ে দিবাকালে তুমি হয়েছ পথের দিশারী, রাত্রিকালে অগ্নিস্তম্ভ হয়ে তুমি হয়েছ তাদের পথের আলো।


প্রান্তরের মধ্য দিয়ে এখানে পৌঁছানো পর্যন্ত তিনি তোমাদের জন্য যা করেছেন তাও তোমরা জান।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন