Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 135:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 প্রভু পরমেশ্বর আপন উদ্দেশ্য সাধনে গ্রহণ করেছেন ইসরায়েলকে, মনোনীত করেছেন যাকোবকে আপন প্রজারূপে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 কারণ মাবুদ তাঁর জন্য ইয়াকুবকে, নিজস্ব অধিকার বলে ইসরাইলকে মনোনীত করেছেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 সদাপ্রভু নিজের জন্য যাকোবকে, আর তাঁর অমূল্য সম্পদরূপে ইস্রায়েলকে মনোনীত করেছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 কারণ সদাপ্রভু আপনার নিমিত্ত যাকোবকে, নিজস্ব অধিকার বলিয়া ইস্রায়েলকে মনোনীত করিয়াছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 প্রভু যাকোবকে মনোনীত করেছেন। ইস্রায়েল ঈশ্বরের অধিকারভুক্ত।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 কারণ সদাপ্রভুু নিজের জন্য যাকবকে মনোনিত করেছেন, ইস্রায়েল তার অধিকার।

অধ্যায় দেখুন কপি




গীত 135:4
15 ক্রস রেফারেন্স  

কিন্তু তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজক শ্রেণী, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজা। তিনিই তোমাদের অন্ধকার থেকে তাঁর বিস্ময়কর জ্যোতির মাঝে আহ্বান করে এনেছেন যেন তোমরা তাঁর গুণগান করতে পার।


তবুও প্রভু তোমাদের পিতৃপুরুষদের এতো গভীরভাবে ভালবেসে ছিলেন যে তাদের পরে তাদের বংশধরদের মনোনীত করেছিলেন। সমস্ত জাতির মধ্যে আজও তোমরাই তাঁর মনোনীত।


সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেন, তারা আমার। আমার নির্দিষ্ট সেই আগমনের দিনে তারা হবে আমার একান্ত আপন। লোকে যেমন বাধ্য সন্তানের উপর মমতা করে থাকে তেমনি আমিও তোমাদের প্রতি মমতাপরবশ হব।


কিন্তু তুমি হে ইসরায়েল, আমার সেবক, আমার বন্ধু অব্রাহামের বংশধর তোমাকেই আমি করেছি মনোনীত।


তোমরা স্মরণ কর তাঁর অভিনব কীর্তির কথা, স্মরণ কর তাঁর অলৌকিক কার্যাবলী, স্মরণ কর তাঁর মুখনিঃসৃত অনুশাসনমালা।


ধন্য সেই জাতি, প্রভু পরমেশ্বরই যাদের আরাধ্য ঈশ্বর, পরম সৌভাগ্য সেই মানব গোষ্ঠীর, যারা তাঁর মনোনীত প্রজা।


প্রভু পরমেশ্বর আপন মাহাত্ম্যে তাঁর প্রজাদের পরিত্যাগ করবেন না, কারণ প্রভু পরমেশ্বর স্বেচ্ছায় তোমাদের তাঁর প্রজারূপে মনোনীত করেছেন।


কিন্তু যাকোবের বংশধরদের তিনি করলেন মনোনীত, প্রজারূপে দিলেন তাদের আপন উত্তরাধিকার।


আমাদের সকল অধর্ম থেকে মুক্ত করার জন্য তিনি আত্মদান করেছেন যেন শুচিশুদ্ধ হয়ে আমরা তাঁর আপনজন হিসাবে সাগ্রহে সৎকাজ করতে পারি।


আর প্রভু পরমেশ্বরও তোমাদের সম্পর্কে ঘোষণা করেছেন যে তোমাদের প্রতি তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী তোমরা তাঁর মনোনীত বিশিষ্ট প্রজা। তোমরা তাঁর নির্দেশ মেনে চলবে,


যাকোবের ঈশ্বর তাদের মত নন, তিনিই সেইজন যিনি সর্ববস্তু করেছেন সৃজন। ইসরায়েলকে তিনি করেছেন মনোনীত তাঁর একান্ত আপন প্রজারূপে, সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর তাঁর নাম।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন