Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 135:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 প্রভু পরমেশ্বরের প্রশস্তি কর তোমরা, মঙ্গলময় তিনি, তিনি দয়াময় তাঁর গুণগান গাও।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 মাবুদের প্রশংসা কর, কেননা মাবুদ মঙ্গলময়; তাঁর নামের উদ্দেশে কাওয়ালী কর, কেননা তা মনোহর।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 সদাপ্রভুর প্রশংসা করো কারণ সদাপ্রভু মঙ্গলময়; তাঁর নামের উদ্দেশে স্তুতিগান করো কারণ তা মনোরম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 সদাপ্রভুর প্রশংসা কর, কেননা সদাপ্রভু মঙ্গলময়; তাঁহার নামের উদ্দেশে সঙ্গীত কর, কেননা তাহা মনোহর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 প্রভুর প্রশংসা কর, কারণ তিনি ভালো। তাঁর নামের প্রশংসা কর, কারণ তা অত্যন্ত মনোরম।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 সদাপ্রভুুর প্রশংসা কর, কারণ তিনি মঙ্গলময়; তাঁর নামের উদ্দেশে গান কর, কারণ এটা মনোরম।

অধ্যায় দেখুন কপি




গীত 135:3
12 ক্রস রেফারেন্স  

প্রভু পরমেশ্বরের প্রশংসা কর তোমরা! আমাদের আরাধ্য ঈশ্বরের স্তুতিগান করা কত উত্তম, তাঁর প্রশস্তি করা কতই না মনোহর।


মঙ্গলময় তুমি, তুমি দয়াময়, তোমার বিধান প্রভু শিখাও আমায়।


প্রভু পরমেশ্বরের প্রশংসা কর! ধন্যবাদ কর তাঁর কারণ তিনি মঙ্গলময়, নিত্যস্থায়ী তাঁর অবিচল প্রেম।


জয়ধ্বনি কর হে ধার্মিকবৃন্দ, প্রভু পরমেশ্বরের নামে হর্ষধ্বনি কর। ন্যায়নিষ্ঠদের মুখেই মানায় স্তুতিগান। তাঁর অনুগত ভক্তের মুখেই শোভা পায় তাঁর স্তুতিগান।


প্রভু পরমেশ্বরের স্তবগান কর মঙ্গলময় তিনি, তাঁর অবিচল প্রেম অনন্তকাল স্থায়ী।


যীশু তাঁকে বললেন, সৎ কি? এ সম্বন্ধে তুমি আমাকে প্রশ্ন করছ কেন? একজনই মাত্র সৎ। শাশ্বত জীবন যদি লাভ করতে চাও তবে ঈশ্বরের সমস্ত অনুশাসন পালন কর।


প্রভু পরমেশ্বর মঙ্গলময়, অনন্তকাল স্থায়ী তাঁর প্রেম, তাঁর সত্যময়তা যুগে যুগে স্থায়ী।


উপাদেয় খাদ্যে যেমন তৃপ্ত হয় মানব রসনা, তেমনি তৃপ্ত হবে আমার জীবন ও সত্তা, আমি মহানন্দে গাইব তোমার স্তবগান।


প্রভু পরমেশ্বরের স্তব কর, কেননা তিনি মঙ্গলময়, –চিরায়ত তাঁর অবিচল প্রেম।


প্রভু পরমেশ্বরের স্তব কর তিনি মঙ্গলময়, চিরস্থায়ী তাঁর করুণা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন