Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 135:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 তাদের দেশ তিনি উত্তরাধিকার স্বরূপ বণ্টন করলেন, আপন প্রজা ইসরায়েলকে দিলেন ভূমির স্বত্বাধিকার।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 তিনি তাদের দেশ অধিকার হিসেবে দিলেন, নিজের লোক ইসরাইলের অধিকার হিসেবে দিলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 এবং তিনি তাদের দেশ অধিকারস্বরূপ দিলেন, তাঁর প্রজা ইস্রায়েলকে অধিকার দিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 তিনি তাহাদের দেশ অধিকার জন্য দিলেন, নিজ প্রজা ইস্রায়েলকে অধিকার জন্য দিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 এবং তাদের ভূখণ্ডগুলি প্রভু ইস্রায়েলকে দিয়েছেন। তাদের ভূখণ্ড প্রভু তাঁর লোকদের দিয়েছেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 তিনি দিলেন তাদের দেশ অধিকারের জন্য ইস্রায়েলের লোকেদেরকে অধিকারের জন্য দিলেন।

অধ্যায় দেখুন কপি




গীত 135:12
7 ক্রস রেফারেন্স  

তিনি তাদের সম্মুখ থেকে সে দেশের অধিবাসীদের করলেন বিতাড়িত, তাদের উত্তরাধিকার আপন প্রজাদের করলেন বণ্টন, ইসরায়েলের গোষ্ঠীসমূহকে বসতি স্থাপন করতে দিলেন তাদের শিবিরে।


জর্ডনের পশ্চিম তীরে লেবানন উপত্যকার বেল্-গাদ থেকে সেয়ীর অভিমুখে বিস্তৃত হালাক পর্বত পর্যন্ত এলাকার সমস্ত রাজাকে যিহোশূয় এবং ইসরায়েলীরা পরাজিত করেছিলেন। যিহোশূয় তাদের যে দেশ ইসরায়েলীদের বিভিন্ন গোষ্ঠীর এলাকা নিরূপণ করে তাদের ভোগদখল করার অধিকার দিয়েছিলেন, সেই দেশগুলির বিবরণ এই :


প্রভু পরমেশ্বর মোশিকে যে নির্দেশ দিয়েছিলেন সেই অনুযায়ী যিহোশূয় সমগ্র দেশ অধিকার করলেন এবং তিনি ইসরায়েলীদের প্রত্যেক গোষ্ঠীর প্রাপ্য এলাকা নিরূপণ করে সমগ্র দেশ তাদের মধ্যে বণ্টন করে দিলেন তখন দেশে যুদ্ধের অবসান হল।


তাদের দেশ দখল করে আমরা রূবেণ ওগাদ গোষ্ঠী এবং মনঃশি গোষ্ঠীর অর্ধেক লোকজনের মধ্যে উত্তরাধিকার স্বরূপ বন্টন করে দিয়েছি।


তোমরা পাশা চেলে তোমাদের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সেই দেশ বন্টন করবে। যাদের লোকসংখ্যা বেশী তাদের অংশে বেশী এবং যাদের লোকসংখ্যা কম তাদের অংশে কম-এইভাবে তোমরা জমিজমা বিলি করবে। পাশার দান অনুযায়ী যেখানে যার অংশ নির্দিষ্ট হবে, সেখানেই হবে তার অধিকার।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন