Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 132:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 তোমার পুরোহিতকুল বিভূষিত হোক ধার্মিকতায়, তোমার ভক্তবৃন্দ করুক পরম উল্লাস।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 তোমার ইমামরা ধার্মিকতা-পরিহিত হোক, তোমার ভক্তরা আনন্দগান করুক।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 তোমার পুরোহিতবৃন্দ যেন তোমার ধার্মিকতায় বিভূষিত হয়, তোমার বিশ্বস্ত লোকেরা তোমার আনন্দগান করুক।’ ”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 তোমার যাজকগণ ধার্ম্মিকতা-পরিহিত হউক, তোমার সাধুগণ আনন্দগান করুক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 হে প্রভু, আপনার যাজকরা ধার্ম্মিকতায় সজ্জিত। আপনার নিষ্ঠাবান অনুগামীরা প্রচণ্ড সুখী।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 তোমার যাজকেরা ধার্মিকতার পোশাক পরুক, তোমার বিশ্বস্তরা আনন্দে চিত্কার করুক।

অধ্যায় দেখুন কপি




গীত 132:9
19 ক্রস রেফারেন্স  

ধার্মিকতা ছিল আমার অঙ্গের বসন, ন্যায়বিচার ছিল আমার পরিচ্ছদ ও উষ্ণীষ স্বরূপ।


উজ্জ্বল ও শুচিশুদ্ধ ক্ষৌম বসনতাকে দেওয়া হয়েছে।(পুণ্যাত্মাদের পুণ্যকীর্তিই হচ্ছে সেই ক্ষৌম বসন।)”


তরুণেরা, তোমরাও ঠিক সেইভাবে বয়োজ্যেষ্ঠদের বাধে হয়ে চল। পরস্পরের প্রতি তোমাদের আচরণ নম্রতামণ্ডিত হোক, কারণ ঈশ্বর দাম্ভিকদের প্রতি বিমুখ কিন্তু বিনম্রদের করেন অনুগ্রহ।


ওগো সিয়োনদুহিতা, মহোল্লাস কর, জয়ধ্বনি কর ওগো জেরুশালেম কন্যা। ঐ দেখ, তোমার অধিরাজ আসছেন তোমার কাছে যুদ্ধে হয়েছেন তিনি বিজয়ী। তিনি নত-নম্র, গর্দভপৃষ্ঠে আসীন ভারবাহী পশুশাবক তাঁর বাহন।


জেরুশালেম উল্লসিত মহা আনন্দে, পরিয়েছেন তাকে প্রভু পরমেশ্বর মহার্ঘ বসন, বিবাহ বাসরে বরের মত, বিবাহের সাজে সজ্জিত বধূর মত ভূষিত করেছেন তাকে পরিত্রাণ ও বিজয়ের অমূল্য ভূষণে।


পরিত্রাণের বসনে তার পুরোহিত বৃন্দকে করব শোভিত, তার ভক্তবৃন্দ হবে জয়োল্লাসে মুখর।


হে আমার প্রাণ, প্রভু পরমেশ্বরের স্তবগান কর, ধন্যবাদ কর তাঁর, হে প্রভু পরমেশ্বর, আমার ঈশ্বর, তুমি সুমহান্‌ গৌরব ও প্রতাপে তুমি সুশোভিত,


প্রভু পরমেশ্বরই রাজাধিরাজ, মহিমায় বিভূষিত তিনি, সুশোভিত তিনি গৌরব ও পরাক্রমে, এ জগতও প্রতিষ্ঠিত সুদৃঢ় ভিত্তিতে,


ধারণ কর প্রভু যীশু খ্রীষ্টের রণসজ্জা, পরিহার কর জৈব প্রবৃত্তি চরিতার্থ করার বাসনা।


ওগো সিয়োন কন্যা, আনন্দ কর, জয়ধ্বনি কর হে ইসরায়েল, হে জেরুশালেমনিবাসী উল্লসিত হও, আনন্দ কর প্রাণ খুলে।


মনের আনন্দে তারা গান গাইবে, আর তোমরা দুঃখের ভারে কান্নায় ভেঙ্গে পড়বে।


ভক্তবৃন্দ উল্লসিত হোক বিজয় গৌরবে, দিবানিশি তারা করুক আনন্দগান।


কিন্তু যারা তোমার অন্বেষণে রত, তোমারই নামে তারা করুক আনন্দ ও উল্লাস। তোমার পরিত্রাণেই যাদের গভীর অনুরাগ সতত বলুক তারা: ধন্য আমাদের প্রভু পরমেশ্বর!


কিন্তু ধার্মিকেরা আনন্দিত হোক, ঈশ্বরের সাক্ষাতে উল্লাস করুক তারা, উচ্ছল হোক পরম আনন্দে।


হে জাতিবৃন্দ করতালি দাও, সহর্ষে ঈশ্বরের জয়ধ্বনি কর।


এভাবেই বিধ্বস্ত হোক তোমার বৈরীদল, হে পরমেশ্বর! কিন্তু তোমার ভক্তবৃন্দ ভাস্বর হয়ে উঠুক উদীয়মান সূর্যের মত।” এর পরে চল্লিশ বছর দেশে শান্তি স্থায়ী হয়েছিল।


এখন উত্থান কর হে প্রভু পরমেশ্বর, তোমার ক্ষমতা ও প্রতাপের প্রতীক চুক্তি সিন্দুকের সঙ্গে তুমি প্রবেশ কর তোমার মন্দিরে–বিরাজিত হও চিরদিন–চিরকাল। তোমার পুরোহিতবর্গের সমস্ত কাজে আশীর্বাদ কর এবং তাদের প্রতি তোমার মহত্ত্বের গুণে তোমার প্রজাবৃন্দ লাভ করুক সুখ ও আনন্দময় জীবন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন