Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 132:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 আমার নয়ন হবে না নিদ্রামগ্ন, তন্দ্রাচ্ছন্ন হবে না আঁখিপল্লব,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 আমি নিজের চোখকে নিদ্রা যেতে দেব না, চোখের পাতাকে তন্দ্রা মগ্ন হতে দেব না,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 আমি নিজের চোখে ঘুম আসতে দেব না অথবা চোখের পাতায় তন্দ্রা আসতে দেব না,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 আমি নিজ চক্ষুকে নিদ্রা যাইতে দিব না, চক্ষুর পাতাকে তন্দ্রা মগ্ন হইতে দিব না,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 আমি ঘুমোতে যাব না। আমি আমার চোখকে বিশ্রাম দেবো না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 আমি আমার নিজের চোখকে ঘুমাতে দেব না, চোখের পাতাকে বিশ্রাম করতে দেব না,

অধ্যায় দেখুন কপি




গীত 132:4
3 ক্রস রেফারেন্স  

এ সময় যেন তোমার চোখে ঘুম না থাকে। চোখের পাতায় যেন তন্দ্রা না নামে।


নয়মী তাকে বললেন, রূথ, অপেক্ষা কর, দেখ এরপর কি হয়। বোয়স নিশ্চয় আজ এ ব্যাপারে কিছু একটা উপায় করবেন।


তাঁদের খাদ্য পরিবেশন করা হলে সেই কর্মচারী বললেন, আমার বক্তব্য বিষয় না বলে আমি অন্নগ্রহণ করতে পারব না। লাবণ বললেন, বেশ, বলুন আপনার কথা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন