Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 132:17 - পবিএ বাইবেল CL Bible (BSI)

17 সেখানে আমি প্রতিষ্ঠিত করব দাউদকুলের মহিমা, আমার অভিষিক্তের জন্য সেই কুলে আমি জ্বেলে দেব এক দীপ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

17 আমি সেখানে দাউদের জন্য একটি শৃঙ্গ নির্মাণ করবো; আমি আমার অভিষিক্ত ব্যক্তির জন্য একটি প্রদীপ সাজিয়েছি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

17 “আমি এখানে দাউদের জন্য এক শিং উত্থাপন করব এবং আমার অভিষিক্ত ব্যক্তির জন্য একটি প্রদীপ জ্বেলে দেবো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 আমি সেখানে দায়ূদের জন্য এক শৃঙ্গ উদ্ভব করিব; আমি আপন অভিষিক্ত ব্যক্তির জন্য এক প্রদীপ সাজাইয়াছি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

17 এই স্থানে আমি দায়ূদকে শক্তিশালী করবো। আমার দ্বারা মনোনীত রাজার জন্য আমি একটি প্রদীপ দেব।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

17 আমি সেখানে দায়ূদের জন্য একশৃঙ্গ তৈরী করব গজবার হওয়ার জন্য; আমি সেখানে একটা প্রদীপ রেখেছি আমার অভিষিক্তের জন্য।

অধ্যায় দেখুন কপি




গীত 132:17
11 ক্রস রেফারেন্স  

অতীতে পবিত্র নবীদের মাধ্যমে যে অঙ্গীকার তিনি করেছিলেন সেই অনুযায়ী।


এ ঘটনা যখন ঘটবে, তখন আমি ইসরায়েলীদের শক্তিশালী করব এবং যিহিষ্কেল, তোমাকে এমন একটি অবস্থানে নিয়ে গিয়ে কথা বলাব, যেখান থেকে তোমার কথা প্রতিটি মানুষ শুনতে পাবে, যাতে তারা জানতে পারে যে আমি-ই প্রভু পরমেশ্বর।


কিন্তু তা সত্ত্বেও পরমেশ্বর দাউদের বংশকে ধ্বংস করতে চান নি কারণ তিনি দাউদের সঙ্গে এক চুক্তিতে প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন যে তাঁর কুলে বাতি দেবার লোকের অভাব হবে না।


কিন্তু আমার উপাসনার জন্য আমার মনোনীত জেরুশালেমে আমার দাস দাউদের একজন বংশধর যাতে রাজত্ব করতে পারে সেইজন্য তাকে একটি গোষ্ঠীর কর্তৃত্ব দেব।


কিন্তু দাউদের সুবাদে প্রভু তাঁকে বংশের প্রদীপরূপে একটি সন্তান দিয়েছিলেন তাঁর মৃত্যুর পরে জেরুশালেমের রাজা হবার জন্য।


তাঁর প্রজাদের শক্তিবৃদ্ধি করেছেন তিনি, তাঁর ভক্তবৃন্দের এবং ইসরায়েল কুলের যারা তাঁর অনুগত প্রজা, তিনি তাদের গৌরবস্বরূপ। প্রভু পরমেশ্বরের প্রশংসা কর তোমরা!


কিন্তু তুমি উন্নত করেছ আমার শির বন্যবৃষের শৃঙ্গের মত, নূতন তৈলে অভিষিক্ত হয়েছি আমি।


কিন্তু পরমেশ্বর যিহুদীয়াকে ধ্বংস করতে চাননি, কারণ তিনি তাঁর দাস দাউদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে, তাঁর কুলে বাতি দেবার লোকের অভাব কোনদিন হবে না।


প্রভুর বিপক্ষে যারা, তারা হবে চূর্ণ, আকাশ থেকে তিনি বজ্রপাত করবেন তাদের উপর, নিখিল বিশ্বের বিচার করবেন প্রভু তিনি তাঁর রাজাকে করবেন বলদৃপ্ত উন্নত করবেন তাঁর অভিষিক্তের শির।


আমি প্রতিষ্ঠা করব তার কর্তৃত্ব সমুদ্রের উপর, নদীসমূহের উপর বিস্তারিত হবে তার আধিপত্য।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন