Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 131:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 মাতার বক্ষলগ্ন শান্ত শিশুর মত আমি নিজেকে করেছি শান্ত, হয়েছি স্থির, তৃপ্ত শিশুর মতই প্রশান্ত আমার চিত্ত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 আমি আমার প্রাণকে শান্ত ও স্থির করেছি, সেই শিশুর মত, যে স্তন্য ত্যাগ করে মায়ের সঙ্গে আছে, আমার প্রাণ ঐরূপ স্তন্যত্যাগী শিশুর মত আমার সঙ্গে আছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 কিন্তু আমি নিজেকে শান্ত ও নীরব করেছি, স্তন্য-ত্যাগ করা শিশুর মতো করেছি যে মায়ের দুধের জন্য আর কাঁদে না, স্তন্যপানে বিরত শিশুর মতো আমি তৃপ্ত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 আমি আপন প্রাণকে শান্ত দান্ত করিয়াছি, সেই শিশুর ন্যায়, যে স্তন্য ছাড়িয়া মাতার সঙ্গে আছে, আমার প্রাণ ত্যক্তস্তন্য শিশুর ন্যায় আমার সঙ্গে আছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 আমি শান্ত, আমার আত্মা শান্ত। মায়ের কোলে পরিতৃপ্ত শিশুর মত আমার আত্মা শান্তিতে মগ্ন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 প্রকৃত পক্ষে আমি এখনো আমার আত্মাকে শান্ত রেখেছি; বুকের দুধ ছাড়ানো শিশুর মতো, আমার আত্মা বুকের দুধ ছাড়ানো শিশুর মতো আমার সঙ্গে আছে,

অধ্যায় দেখুন কপি




গীত 131:2
16 ক্রস রেফারেন্স  

বন্ধুগণ, তোমাদের চিন্তাভাবনা যেন শিশুসুলভ না হয়। মন্দ বিষয়ে তোমরা শিশুর মত অজ্ঞ হও, কিন্তু তোমাদের ধ্যান ধারণা পরিণত মানুষের মত হোক।


সত্যিই আমি তোমাদের বলছি, শিশুর মত হয়ে যে ঈশ্বরের রাজ্যকে গ্রহণ না করে, সে সেখানে প্রবেশ করতে পারবে না।


এই সব কিছু সহ্য করার মধ্য দিয়েই তোমরা জীবন লাভ করবে।


হে আমার প্রাণ, কেন অবসন্ন হও? হে আমার অন্তর কেন হও চঞ্চল? ঈশ্বরে প্রত্যাশা রাখ, আমি আবার গাইব তাঁর স্তবগান, কারণ তিনিই আমার পরিত্রাণ, আমার ঈশ্বর।


হে আমার প্রাণ কেন অবসন্ন হও? হে আমার অন্তর কেন হও চঞ্চল? ঈশ্বরে প্রত্যাশা রাখ, আমি আবার গাইব তাঁর স্তব গান কারণ তিনিই আমার পরিত্রাণ, আমার আরাধ্য ঈশ্বর।


সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রজাদের বলেছেন, ফিরে এস তোমরা, নীরবে আমার উপরে বিশ্বাস ও আস্থা স্থাপন কর। তাহলে তোমরা হবে শক্তিমান ও নিরাপদ। কিন্তু তোমরা এ কাজ করতে অস্বীকার করলে।


তাঁরই পরিত্রাণের প্রতীক্ষায় ধৈর্য ধরে থাকা পরম শ্রেয়।


ঈশ্বরেরই জন্য নীরবে প্রতীক্ষা করে আমার প্রাণ, তিনিই আমার পরিত্রাতা।


হে আমার প্রাণ, কেন অবসন্ন হও? হে আমার অন্তর, কেন হও চঞ্চল? ঈশ্বরে প্রত্যাশা রাখ, আমি আবার গাইব তাঁর স্তব গান, কারণ তিনিই আমার পরিত্রাণ, আমার আরাধ্য ঈশ্বর।


প্রত্যেকে নিজ নিজ পুত্রকন্যাদের জন্য অত্যন্ত শোকার্ত হয়ে পড়েছিল। তারা দাউদকে পাথর মেরে হত্যা করার কথা আলোচনা করতে লাগল।দাউদ খুব উদ্বিগ্ন হয়ে পড়লেন কিন্তু তিনি তাঁর আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উপর নির্ভর করে শক্তি সঞ্চয় করলেন।


আপনি আজ নিজের চোখেই দেখেছেন যে এই গুহার মধ্যে প্রভু আপনাকে আমার হাতে সমর্পণ করেছিলেন। কেউ কেউ আপনাকে হত্যা করার পরামর্শও আমাকে দিয়েছিল, কিন্তু আপনার উপর আমার মায়া হল, আমি বললাম, আমার প্রভুর বিরুদ্ধে আমি হাত তুলব না কারণ তিনি প্রভু পরমেশ্বরের অভিষিক্ত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন