Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 130:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 প্রহরী যেমন প্রতীক্ষা করে প্রত্যুষের, ব্যাকুল হয়ে করে প্রতীক্ষা, তার চেয়েও ব্যাকুল আমার প্রাণ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 প্রহরীরা যেরূপ প্রত্যুষের, হ্যাঁ, প্রহরীরা যেরূপ প্রত্যুষের জন্য আকাঙ্খী, আমার প্রাণ প্রভুর জন্য তার চেয়েও বেশি আকাঙ্খা করে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 প্রত্যুষের জন্য প্রহরী যেমন প্রতীক্ষায় থাকে হ্যাঁ, প্রত্যুষের জন্য প্রহরী যেমন প্রতীক্ষায় থাকে, আমার প্রাণ, প্রভুর জন্য, তার থেকেও বেশি প্রতীক্ষায় থাকে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 প্রহরিগণ যেরূপ প্রত্যূষের, প্রহরিগণ যেরূপ প্রত্যূষের জন্য আকাঙ্ক্ষী, আমার প্রাণ প্রভুর জন্য ততোধিক আকাঙ্ক্ষী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 আমি আমার প্রভুর প্রতীক্ষায় রয়েছি, যেমন একজন প্রহরী সকাল হওয়ার প্রতীক্ষায় থাকে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 প্রহরীরা যেমন সকালের জন্য অপেক্ষা করে, আমার আত্মা তার থেকে বেশী প্রভুর জন্য অপেক্ষা করে।

অধ্যায় দেখুন কপি




গীত 130:6
6 ক্রস রেফারেন্স  

অরুণোদয়ের আগে আমি উঠি সাহায্যের প্রতীক্ষায় কাতরে আহ্বান করি তোমায়, তোমার প্রতিশ্রুতি পূর্ণ হওয়ার আশায় থাকি আমি।


আমি শয়নকালে স্মরণ করি তোমায়, রাত্রির প্রহরে প্রহরে করি তোমারই ধ্যান।


তখন ভয় হল তাদের, হয়তো জাহাজ উপকূলের পাহাড়ের গায়এ অছড়ে পড়বে, তাই তারা জাহাজের পিছন দিক থেকে চারটে নোঙ্গর ফেলে দিনের প্রতীক্ষায় প্রার্থনা করতে লাগল।


প্রহরী চীৎকার করে বলল, হে প্রভু, আমি দিনরাত আমার নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে আছি।


হে প্রভু পরমেশ্বরের সেবকবৃন্দ, প্রভুর ধন্যবাদ দাও তোমরা যারা প্রভুর মন্দিরে পরিচর্যা কর নিশীথকালে।


আমার সমস্ত অপরাধ থেকে মুক্ত কর আমায়, হাস্যাস্পদ করাে না আমায় মূর্খজনের কাছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন