Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 128:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 প্রভু পরমেশ্বরকে যে সম্ভ্রম করে চলে তাঁর নির্দেশিত পথে, সে-ই ধন্য।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 সুখী সেই জন, যে কেউ মাবুদকে ভয় করে, যে তাঁর সকল পথে চলে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 ধন্য তারা সবাই যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে, যারা তাঁর নির্দেশিত পথে চলে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 ধন্য সেই জন, যে কেহ সদাপ্রভুকে ভয় করে, যে তাঁহার সকল পথে চলে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 প্রভুর প্রত্যেকটি অনুগামীই সুখী। ঈশ্বর যেভাবে চান তারা সেইভাবেই বাঁচে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 ধন্য প্রত্যেকে যে সদাপ্রভুুকে সম্মান করে, যে তাঁর পথে চলে।

অধ্যায় দেখুন কপি




গীত 128:1
24 ক্রস রেফারেন্স  

ধন্য তারা, নিষ্কলঙ্ক জীবন যাদের, যারা পালন করে প্রভু পরমেশ্বরের অনুশাসন।


প্রভু পরমেশ্বরের প্রশংসা কর ধন্য সেই জন, যে তাঁকে সম্ভ্রম করে, তাঁর নির্দেশ পালনে যার পরম আনন্দ।


যারা তাঁকে সম্ভ্রম করে, যুগ পর্যায়ে যুগে যুগে তাদেরই উপর বর্ষিত হয় তাঁর করুণা।


সন্তানের প্রতি পিতার যেন স্নেহ, সেই স্নেহে প্রভু পরমেশ্বর, অভিষিক্ত করেন তাঁর ভক্তজনকে।


এই সময়ে যিহুদীয়া, গালীল ও শমরীয় প্রদেশের খ্রীষ্টীয় মণ্ডলীগুলি কিছুটা স্বস্তিলাভ করেছিল এবং শক্তি অর্জন করতে সমর্থ হয়েছিল। প্রভুর প্রতি সম্ভ্রমে পরিপূর্ণ এবং পবিত্র আত্মায় উদ্দীপিত হয়ে মণ্ডলী সংখ্যায় বৃদ্ধিলাভ করল ও এগিয়ে চলতে লাগল।


কিন্তু প্রভুকে যারা সম্ভ্রম করে, তাঁর অবিচল প্রেমেই যাদের প্রত্যাশা তারাই তাঁর প্রীতিভাজন।


প্রভু পরমেশ্বর যদি গৃহ নির্মাণ না করেন তবে বৃথাই নির্মাতাদের সকল পরিশ্রম যদি নগর রক্ষা না করেন প্রভু পরমেশ্বর তবে বৃথাই প্রহরীর জাগরণ।


প্রভুকে সম্ভ্রম করে যারা, উচ্চ-নীচ নির্বিশেষে তাদের সকলকেই তিনি করবেন আশীর্বাদ।


বন্ধুগণ, অবশেষে প্রভু যীশুর নামে আমরা একটি বিষয়ে তোমাদের অনুরোধ করছি, আবেদন জানাচ্ছি, ঈশ্বরকে কিভাবে সন্তুষ্ট করা যায় এবং কিভাবে তোমাদের চলতে হবে সে বিষয়ে তোমরা আমাদের কাছে শিক্ষা লাভ করেছ। তোমরা অবশ্য সেইভাবেই চলছ, কিন্তু আমরা চাই এই বিষয়ে আরও উন্নতিলাভ কর।


কিন্তু যারা প্রভু পরমেশ্বরকে সম্ভ্রম করে তাদের প্রতি তাঁর অবিচল প্রেম অনাদি অনন্তকাল স্থায়ী।


প্রভু পরমেশ্বরের উপর নির্ভরশীল যারা তারা সিয়োন পর্বতের মত অটল ও চিরস্থায়ী।


সঙ্কটের মাঝে আমি ডাকলাম প্রভু পরমেশ্বরকে, তিনি সাড়া দিলেন আমার ডাকে।


ধন্য তারা যারা কোন অন্যায় করে না কিন্তু চলে তাঁরই নির্দেশিত পথে।


এঁরা দুজনেই ঈশ্বরের দৃষ্টিতে শুদ্ধভাবে জীবনযাপন করতেন এবং প্রভুর সমস্ত আদেশ ও বিধান নিখুঁতভাবে মেনে চলতেন।


আমি পর্বতমালার দিকে চেয়ে থাকি, কোথা থেকে আসবে আমার সাহায্য? প্রভু পরমেশ্বরের কাছ থেকে নেমে আসবে আমার সাহায্য।


যদি প্রভু পরমেশ্বর আমাদের পক্ষ অবলম্বন না করতেন, তাহলে হে ইসরায়েল, বল, কি হত আমাদের?


হে আমার প্রাণ, প্রভু পরমেশ্বরের স্তবগান কর, হে আমার সকল সত্তা, প্রশংসা কর তাঁর পুণ্যনামের।


প্রভু পরমেশ্বর যখন সিয়োনবাসীদের বন্দিদশা থেকে মুক্ত করে ফিরিয়ে আনলেন স্বদেশে, তখন স্বপ্নাবিষ্টের মত ছিলাম আমরা।


হায়, আমার প্রজারা যদি শুনত আমার কথা! যদি ইসরায়েল চলত আমার পথে!


স্বর্গে সমাসীন তুমি হে প্রভু পরমেশ্বর, তোমারই দিকে চোখ তুলে তাকাই আমি।


আমি আনন্দিত হলাম যখন লোকে আমায় বলল: চল, আমরা প্রভু পরমেশ্বরের মন্দিরে যাই।


তোমাদের নগর ও ক্ষেতখামারগুলি হবে আশীর্বাদপূত।


প্রভু পরমেশ্বরের নির্দেশিত পথেই আমি চলেছি, মতিচ্ছন্ন হয়ে আমি পরিত্যাগ করি নি আমার ঈশ্বরকে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন