Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 125:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 দুর্জনের রাজত্ব কখনও স্থায়ী হবে না ধার্মিকদের স্বদেশে, অন্যথায় ধার্মিকেরা হবে অধর্মাচরণে লিপ্ত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 কেননা নাফরমানীর রাজদণ্ড ধার্মিকদের অধিকারের উপরে থাকবে না, যেন ধার্মিকেরা অন্যায়ে হস্তক্ষেপ না করে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 দুষ্টরা ধার্মিকদের দেশে রাজত্ব করবে না, কারণ তাহলে ধার্মিকেরা হয়তো মন্দ কাজ করার জন্য প্রলোভিত হতে পারে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 কেননা দুষ্টতার রাজদণ্ড ধার্ম্মিকদের অধিকারের উপরে থাকিবে না, যেন ধার্ম্মিকগণ অন্যায়ে হস্তক্ষেপ না করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 দুষ্ট লোকরা ভাল লোকদের দেশকে চিরদিন শাসন করবে না। যদি তাই হত তাহলে সৎ‌ লোকরাও হয়তো মন্দ কাজ করা শুরু করতো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 কারণ দেশে দুষ্টলোকের রাজদণ্ড ধার্ম্মিকদের শাসন করতে পারবে না। নতুবা ধার্মিকরা যা অন্যায় তা করতে পারে।

অধ্যায় দেখুন কপি




গীত 125:3
11 ক্রস রেফারেন্স  

অন্যায়ের বীজ বপন করলে ধ্বংসের ফসলই তুলতে হবে, তার প্রতাপ হবে লুপ্ত।


প্রতারিত হবে না সে শত্রুর ছলনায়, দুষ্টের কাছে হবে না সে অবনত।


ভারী দুঃখকষ্টের জন্য তুমি ভীত হয়ো না। দেখ, তোমাদের যাচাই করার জন্য শয়তান তোমাদের কয়েকতজনকে কারারুদ্ধ করতে উদ্যত, দশ দিন তোমাদের নির্যাতন সহ্য করতে হব। তুমি আমরণ বিশ্বস্ত থেক, তাহলে আমি তোমাকে জীবন-মুকুট দান করব।


সাধারণ মানুষ যে ধরণের সঙ্কটের সম্মুখীন হয় তার অতিরিক্ত কিছুর সম্মুখীন তোমাদের হতে হয়নি। ঈশ্বর তাঁর প্রতিশ্রুতি রক্ষা করেন, তিনি তোমাদের সাধ্যের অতীত কোন প্রলোভনের সম্মুখীন হতে দেবেন না, বরং পরীক্ষা-সঙ্কটের মাঝে তা থেকে বেরিয়ে আসার পথ করে দেবেন এবং তার মধ্যে স্থির থাকার শক্তিও তোমাদের জোগাবেন।


প্রভু পরমেশ্বর তাদের শাস্তি দিয়েছেন নির্বাসনে পাঠিয়ে। তিনি তাদের প্রচণ্ড পূবালী ঝড়ের সঙ্গে উড়িয়ে নিয়ে গেছেন।


আপনি আজ নিজের চোখেই দেখেছেন যে এই গুহার মধ্যে প্রভু আপনাকে আমার হাতে সমর্পণ করেছিলেন। কেউ কেউ আপনাকে হত্যা করার পরামর্শও আমাকে দিয়েছিল, কিন্তু আপনার উপর আমার মায়া হল, আমি বললাম, আমার প্রভুর বিরুদ্ধে আমি হাত তুলব না কারণ তিনি প্রভু পরমেশ্বরের অভিষিক্ত।


প্রভু পরমেশ্বর বললেন, আসিরিয়া! হ্যাঁ , যাদের উপরে আমি ক্রুদ্ধ হয়ে আছি, তাদের শাস্তিদানের জন্য আসিরিয়াকে আমি দণ্ডরূপে ব্যবহার করব।


তিনি নিত্য অনুযোগ করবেন না, চিরকাল পোষণ করবেন না তাঁর ক্রোধ।


তিনি জানেন আমাদের গঠন ও প্রকৃতি, আমরা যে ধূলিমাত্র, সে কথা স্মরণে আছে তাঁর।


আমার বন্ধু আপন মিত্রদের বিরুদ্ধাচরণ করছে, মৈত্রী শপথ ভঙ্গ করেছে সে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন