Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 123:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 কৃপা কর হে প্রভু পরমেশ্বর, কৃপা কর আমাদের প্রতি আমরা নিতান্ত অবহেলিত, অবজ্ঞার পাত্র।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 আমাদের করুণা কর, হে মাবুদ, করুণা কর, কেননা আমরা অবজ্ঞায় নিতান্ত পূর্ণ হয়েছি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 আমাদের প্রতি দয়া করো, হে সদাপ্রভু, আমাদের প্রতি দয়া করো, কেননা আমরা অবজ্ঞায় পূর্ণ হয়েছি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 আমাদিগকে কৃপা কর, হে সদাপ্রভু, কৃপা কর, কেননা আমরা অবজ্ঞায় নিতান্ত পূর্ণ হইয়াছি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 প্রভু, আমাদের প্রতি সদয় হোন, কারণ দীর্ঘদিন ধরে আমরা অপমানিত হয়ে এসেছি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 আমাদেরকে কৃপা কর, সদাপ্রভুু, আমাদের প্রতি কৃপা কর, কারণ আমরা অপমানে পূর্ণ।

অধ্যায় দেখুন কপি




গীত 123:3
17 ক্রস রেফারেন্স  

হে ঈশ্বর, আমার প্রতি কৃপা কর, আমি তোমারই শরণাগত, কৃপা কর আমায়। তোমারই পক্ষচ্ছায়ে আমি আশ্রয় চাই, যতক্ষণ না কেটে যায় বিপদের ঝড়।


চরম ঘৃণায় আমরা তাঁকে করলাম প্রত্যাখ্যান, সহ্য করলেন তিনি দুঃসহ যন্ত্রণা। কেউ চেয়ে দেখল না তাঁর দিকে, নিতান্ত অবহেলায় আমরা করেছি তাঁকে নিদারুণ অবজ্ঞা।


জনতা আশে পাশে দাঁড়িয়ে সব দেখল। সমাজপতিরা তাঁকে উপহাস করে বললেন, এই লোকটা অন্যদেরর বাঁচিয়েছে, সে যদি ঈশ্বরের সেই খ্রীষ্ট, সেই মনোনীত ব্যক্তি হয় তাহলেল এবার নিজেকে বাঁচাক।


অর্থলোভী ফরিশীরা এই সমস্ত কথা শুনে যীশুকে বিদ্রূপ করতে লাগল।


(গীতিকার বলেন) হে আমার ঈশ্বর, আমার রক্ষক তুমি, আমি ডাকলে তুমি সাড়া দিও। সঙ্কটে তুমি আমাকে দিয়েছ স্বস্তি, আমার প্রতি দয়া কর, নিবেদন শোন আমার।


শহরের মধ্যে চুক্তিসিন্দুক আনার সময় শৌলের কন্যা মীখল জানালা দিয়ে দেখলেন, রাজা দাউদ ভক্তির আবেগে ঘুরে ঘুরে লাফিয়ে লাফিয়ে নাচছেন। দেখে, মীখলের মনে তাঁর প্রতি ঘৃণা জাগল।


তাঁরা গিয়ে তাঁকে বললেন, রাজা হিষ্কিয় বলেছেন, আজ আমাদের বড় দুঃখের দিন। আমরা শাস্তি পাচ্ছি, লজ্জাগ্রস্ত হচ্ছি। আমরা প্রসব বেদনায় আতুর নারীর মত, কিন্তু প্রসব ক্ষমতা আমাদের নেই।


আমার বাড়ির অতিথিরা ভুলে গেছে আমাকে। আমার দাসীরা আমার সঙ্গে অচেনা আগন্তুকের মত ব্যবহার করে তাদের চোখে আমি আজ একজন বিদেশী মাত্র।


আঘাত-অপমান যতই আসুক সয়ে যেতে পারি যেন তাঁরই প্রসাদে।


তাই, ঐ সমস্ত জাতি যেভাবে তাদের অপমান ও লাঞ্ছনা করেছে তারই প্রতিক্রিয়ায় আমি, সর্বাধিপতি প্রভু ক্ষোভে, ক্রোধে যা বলেছি, সেই কথা ইসরায়েল ভূমিকে ভবিষ্যদ্বাণী করে বল, তার গিরিপর্বত, নদী-উপত্যকাদের কাছে পৌঁছে দাও।


এ দেশকে আমি আর কখনও কোন জাতির উপহাস-গঞ্জনার পাত্র হতে দেব না অথবা লোকের নাসিকা কুঞ্চন দেখতে দেব না। আমি, সর্বাধিপতি প্রভু বলছি, এ দেশ আর কখনও আপন সন্তানদের বিনাশ করবে না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন