Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 123:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 দেখ, গৃহকর্তার উপরে দাস যেমন নির্ভরশীল, গৃহিণীর উপরে যেমন নির্ভরশীল তার দাসী তেমনি আমাদের নির্ভরতা আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উপরে। তাঁর দিকে নিবদ্ধ আমাদের দৃষ্টি তাঁরই কৃপার আশায়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 দেখ, মালিকের হাতের প্রতি যেমন গোলামদের দৃষ্টি, কর্ত্রীর হাতের প্রতি যেমন বাঁদীর দৃষ্টি, তেমনি আমাদের আল্লাহ্‌ মাবুদের প্রতি আমাদের দৃষ্টি, যত দিন না তিনি আমাদের প্রতি করুণা করেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 যেমন কর্তার হাতের দিকে দাসের দৃষ্টি থাকে, যেমন কর্ত্রীর হাতের দিকে দাসীর দৃষ্টি থাকে, তেমনই আমাদের দৃষ্টি আমাদের ঈশ্বর সদাপ্রভুর দিকে থাকে, যতদিন না পর্যন্ত তিনি আমাদের প্রতি দয়া করেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 দেখ, কর্ত্তার হস্তের প্রতি যেমন দাসদের দৃষ্টি, কর্ত্রীর হস্তের প্রতি যেমন দাসীর দৃষ্টি, তেমনি আমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রতি আমাদের দৃষ্টি, যত দিন না তিনি আমাদের প্রতি কৃপা করেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 দাসরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য তাদের মনিবের ওপর নির্ভর করে। সেইভাবে আমরাও আমাদের প্রভু ঈশ্বরের ওপর নির্ভর করি। প্রভু আমাদের প্রতি ক্ষমা প্রদর্শন করবেন, এই প্রতীক্ষায় আমরা রয়েছি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 দেখ, মনিবের হাতের ওপর যেমন দাসদের চোখ, মনিবের স্ত্রীর হাতের ওপর তেমন দাসীর চোখ, তাই আমাদের চোখ ঈশ্বর সদাপ্রভুুর ওপর যতদিন না তিনি আমাদের প্রতি কৃপা করেন।

অধ্যায় দেখুন কপি




গীত 123:2
14 ক্রস রেফারেন্স  

সতত প্রভুর দিকে নিবদ্ধ আমার এ দুটি নয়ন, তিনিই বিপদ থেকে রক্ষা করেন আমায়।


হে প্রভু পরমেশ্বর তোমার পরিত্রাণের প্রতীক্ষায় রয়েছি আমি।


যীশু তখন তাঁদের শিক্ষা দেবার জন্য এই উপাখ্যানটি বললেন যেন তাঁরার নিরুৎসাহ না হয়ে সব সময় প্রার্থনা করে।


কিন্তু যাকোব বললেন, আমাকে যতক্ষণ না আশীর্বাদ করছেন ততক্ষণ আপনাকে ছাড়ছি না।


তোমার প্রতিশ্রুতি পূর্ণতার অপেক্ষায় আমার দৃষ্টি হয়েছে ক্ষীণ, হায় কখন তুমি আমায় দেবে সান্ত্বনা?


গিবিয়োনের অধিবাসীরা তখন গিল্‌গলে যিহোশূয়ের শিবিরে লোক পাঠিয়ে আবেদন জানাল, আপনার এই দাসদের পরিত্যাগ করবেন না, তাড়াতাড়ি এসে আমাদের সাহায্য ও উদ্ধার করুন, কারণ পার্বত্য অঞ্চলের ইমোরীদের রাজারা আমাদের বিরুদ্ধে একত্র হয়েছে


কিন্তু সেইদিন থেকে তিনি তাদের প্রভু পরমেশ্বরের ও জনমণ্ডলীর জন্য জল তোলা ও কাঠ সংগ্রহের কাজে নিযুক্ত করলেন। তারা আজও প্রভুর পীঠস্থানে সেই কাজ করছে।


এই জন্য তোমরা অভিশপ্ত হলে, তোমরা চিরকাল আমার ঈশ্বরের মন্দিরের জন্য কাঠ কুড়াবে ও জল তুলবে। এই দাসত্ব থেকে তোমরা কখনও মুক্তি পাবে না।


হে মহারাজ, সমস্ত ইসরায়েল আপনার দিকে চেয়ে রয়েছে, তারা আপনার কাছে শুনতে চায়, মহারাজের পরে কে রাজা হবে?


তুমি আমাদের ঈশ্বর! ওদের তুমি দণ্ড দাও। এই বিশাল সৈন্যবাহিনীর আক্রমণের সামনে আমরা একান্ত অসহায়! এই অবস্থায় আমরা জানি না আমরা কী করব! আমরা শুধু তোমারই সাহায্যের আশায় তোমার দিকে চেয়ে আছি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন