Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 122:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 সকল গোষ্ঠী, প্রভু পরমেশ্বরের মনোনীত সকল গোষ্ঠী ইসরায়েলের প্রথা অনুযায়ী তাঁর চরণে কৃতজ্ঞতা নিবেদনের জন্য সেখানে আরোহণ করে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 সেই স্থানে বংশগুলো, মাবুদের বংশগুলো উঠে দাঁড়ায়, ইসরাইলকে দেওয়া নির্দেশের জন্য, মাবুদের নামের শুকরিয়া করার জন্য।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 ইস্রায়েলের সমস্ত গোষ্ঠীগুলি— সদাপ্রভুর লোকসকল—এখানে আরাধনা করতে আসে, ইস্রায়েলের বিধিনিয়ম অনুযায়ী তারা সদাপ্রভুর নামের ধন্যবাদ করতে আসে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 সেই স্থানে বংশ সকল, সদাপ্রভুর বংশ সকল উঠে, ইস্রায়েলকে দত্ত সাক্ষ্যের [নিমিত্ত], সদাপ্রভুর নামের স্তব করিবার জন্য।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 এটা সেই শহর যেখানে ঈশ্বরের লোকরা যায়। প্রভুর নামের প্রশংসা করার জন্য ইস্রায়েলের লোকরা সেখানে যায়, ওরা সবাই প্রভুর পরিবারগোষ্ঠীর লোক।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 জাতিরা সেই জায়গায় গেল, সদাপ্রভুুর বংশ, ইস্রায়েলের যেমন বিধি সদাপ্রভুুর ধন্যবাদ দিতে গেল।

অধ্যায় দেখুন কপি




গীত 122:4
16 ক্রস রেফারেন্স  

তোমাদের মধ্যে যারা পুরুষ তারা প্রত্যেকে বছরে তিনবার খামিরবিহীন রুটির উৎসবে, সাত সপ্তাহের উৎসবে এবং কুটিরবাস পর্বে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সাক্ষাতে তাঁর মনোনীত পবিত্র স্থানে উপস্থিত হবে। তাঁর সম্মুখে শূন্যহাতে তারা কেউ যাবে না।


প্রভু পরমেশ্বর সিয়োনকে মনোনীত করেছেন, আপন আবাসের জন্য এটিই তাঁর অভিপ্রেত স্থান।


তোমাদের মধ্যে পুরুষেরা সকলেই বছরে তিনবার তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের পীঠস্থানে উপস্থিত হবে।


উন্মুক্ত করে দাও ধার্মিকতার তোরণ, আমি যেন প্রবেশ করতে পারি প্রভুর আরাধনার জন্য।


কিন্তু যিহুদাগোষ্ঠী পেল তাঁর অনুগ্রহ, তাঁর প্রিয় সিয়োন পর্বতকে করলেন আপন বাসভূমি। তিনি নির্মাণ করলেন সেখানে আপন মন্দির,


তখন তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তাঁর উপাসনার জন্য যে স্থান মনোনীত করবেন সেই স্থানে তোমরা আমার নির্দেশিত সমস্ত হোম-নৈবেদ্য, বলি, সম্পদের দশমাংশ, আরতি সহকারে নিবেদনের অর্ঘ্য এবং প্রভুর কাছে মানত করা সমস্ত উৎকৃষ্ট দ্রব্য নিয়ে যাবে।


তোমাদের সমস্ত গোষ্ঠীর এলাকার মধ্যে যে স্থান তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তাঁর উপাসনার জন্য মনোনীত করবেন, সেই পীঠস্থানেই তোমরা উপস্থিত হয়ে তাঁর আরাধনা করবে।


মোশি তখন বিদায় নিলেন এবং দশ অনুশাসন খোদিত প্রস্তর ফলক দুটি সঙ্গে নিয়ে পাহাড় থেকে নেমে এলেন। প্রস্তর ফলক দুটির সামনে ও পিছনে দুদিকেই লেখা ছিল।


প্রভু পরমেশ্বর মোশিকে যেমন নির্দেশ দিয়েছিলেন সেই অনুযায়ী হারোণ সেটি প্রভু পরমেশ্বরের চুক্তিসিন্দুকের সম্মুখে সংরক্ষণ করে রাখলেন


আমি তুলে নিলাম সমস্ত ভার তোমার স্কন্ধ থেকে, দিন মজুরের কঠোর পরিশ্রম থেকে নিষ্কৃতি দিলাম তোমায়।


তোমরা স্তবগানসহ তাঁর দ্বারে উপস্থিত হও, প্রশংসা গানে মুখর হয়ে প্রবেশ কর তাঁর অঙ্গনে, কৃতজ্ঞ অন্তরে কর তাঁর নামগান।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন