Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 122:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 আমি আনন্দিত হলাম যখন লোকে আমায় বলল: চল, আমরা প্রভু পরমেশ্বরের মন্দিরে যাই।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 আমি আনন্দিত হলাম, যখন লোকে আমাকে বললো, চল, আমরা মাবুদের গৃহে যাই।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 আমি আনন্দিত হলাম, যখন লোকে আমাকে বলল, “চলো, আমরা সদাপ্রভুর গৃহে যাই।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 আমি আনন্দিত হইলাম, যখন লোকে আমাকে বলিল, চল, আমরা সদাপ্রভুর গৃহে যাই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 আমি প্রচণ্ড খুশী হয়েছিলাম যখন লোকে বলেছিলো, “চল আমরা প্রভুর মন্দিরে যাই।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 আমি আনন্দিত হলাম পেলাম যখন তারা আমাকে বলে, চল আমরা সদাপ্রভুুর গৃহে যাই।

অধ্যায় দেখুন কপি




গীত 122:1
27 ক্রস রেফারেন্স  

অন্যত্র সহস্রদিন বাস করার চেয়ে তোমার প্রাঙ্গণে একদিন বসতি করা শ্রেয়। আমি বরং আমার আরাধ্য ঈশ্বরের গৃহদ্বারে প্রতীক্ষায় বসে থাকব, তবু করব না বাস দুর্জনের আবাসে।


অনেক জাতি এসে বলবে, ‘চল, আমরা প্রভু পরমেশ্বরের পর্বতে আরোহণ করি, যাকোবের আরাধ্য ঈশ্বরের মন্দিরে যাই, তাঁর পথ সম্পর্কে তিনিই আমাদের শিক্ষা দেবেন, যেন আমরা তাঁর পথে চলতে পারি। কারণ সিয়োন থেকে প্রকাশিত হবে বিধি-বিধান, জেরুশালেম থেকে ঘোষিত হবে প্রভুর নির্দেশ।


তারা বলবে, চল আমরা প্রভু পরমেশ্বরের পর্বতে আরোহণ করি, ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের মন্দিরে যাই। তিনি আমাদের কাছে কি চান সেই বিষয়ে তিনি শিক্ষা দেবেন আমাদের। আমরা চলব তাঁরই নির্দেশিত নির্দিষ্ট পথে। কারণ সিয়োন থেকে প্রকাশিত হবে প্রভু পরমেশ্বরের বিধি বিধান জেরুশালেম থেকে তিনি তাঁর প্রজাদের সঙ্গে কথা বলেন।


হে প্রভু পরমেশ্বরের সেবকবৃন্দ, প্রভুর ধন্যবাদ দাও তোমরা যারা প্রভুর মন্দিরে পরিচর্যা কর নিশীথকালে।


সঙ্কটের মাঝে আমি ডাকলাম প্রভু পরমেশ্বরকে, তিনি সাড়া দিলেন আমার ডাকে।


প্রভু পরমেশ্বরকে যে সম্ভ্রম করে চলে তাঁর নির্দেশিত পথে, সে-ই ধন্য।


আমি পর্বতমালার দিকে চেয়ে থাকি, কোথা থেকে আসবে আমার সাহায্য? প্রভু পরমেশ্বরের কাছ থেকে নেমে আসবে আমার সাহায্য।


স্বর্গে সমাসীন তুমি হে প্রভু পরমেশ্বর, তোমারই দিকে চোখ তুলে তাকাই আমি।


একদিন কত না মধুর আলাপ করেছি আমরা দুজনে, একসাথে গিয়েছি প্রভুর মন্দিরে।


সেই দিন আগতপ্রায়, যেদিন ইফ্রয়িমের পাহাড়ী এলাকা থেকে প্রহরীরা ডেকে বলবে, ‘এস আমরা সিয়োনে যাই, আমাদের প্রভু পরমেশ্বরের কাছে।’


দেখ, ঐক্যের বন্ধনে ভক্তদের একত্রে বসবাস কত মধুর! কত না মূল্যবান!


হে প্রভু পরমেশ্বর, হৃদয় আমার গর্বিত নয়, দৃষ্টি নয় উদ্ধত, বিরাট কোন ব্যাপারে আমার বোধের অতীত অলৌকিক কোন বিষয়ে আমি ব্যাপৃত হইনি।


হে প্রভু পরমেশ্বর, সঙ্কটের গভীর আবর্ত থেকে আমি ডেকেছি তোমায়।


প্রভু পরমেশ্বর যদি গৃহ নির্মাণ না করেন তবে বৃথাই নির্মাতাদের সকল পরিশ্রম যদি নগর রক্ষা না করেন প্রভু পরমেশ্বর তবে বৃথাই প্রহরীর জাগরণ।


প্রভু পরমেশ্বরের উপর নির্ভরশীল যারা তারা সিয়োন পর্বতের মত অটল ও চিরস্থায়ী।


যদি প্রভু পরমেশ্বর আমাদের পক্ষ অবলম্বন না করতেন, তাহলে হে ইসরায়েল, বল, কি হত আমাদের?


তোমার বিধানসমূহ আমার চিরকালের উত্তরাধিকার, আমার চিত্তের আনন্দস্বরূপ।


“বাল্যকাল থেকেই লোকে আমাকে করেছে বহু নির্যাতন।’’ ইসরায়েল বলুক এ কথা—


প্রভু পরমেশ্বর যখন সিয়োনবাসীদের বন্দিদশা থেকে মুক্ত করে ফিরিয়ে আনলেন স্বদেশে, তখন স্বপ্নাবিষ্টের মত ছিলাম আমরা।


যখন স্মরণে জাগে অতীতের কথা, অন্তর উজাড় করে দিই আমি, ভাবি: একদিন এই জনতার মাঝেই, ছিল আমার আসা যাওয়া শোভাযাত্রা করে আমি তাদের নিয়ে যেতাম ঈশ্বরের মন্দিরে। জয়ধ্বনি ও স্তবগানে মুখর ভক্তবৃন্দ পালন করত তোমার উৎসব।


হে প্রভু পরমেশ্বর, ভুলে যেও না তুমি দাউদের সকল দুঃখ দুর্দশার কথা।


হে প্রভু পরমেশ্বর, আমি ভালবাসি তোমার আবাসগৃহ সেখানেই বিরাজিত তোমার গৌরব ও মহিমা।


লোকেরা যখন ভিতরে আসবে তখনই শাসনকর্তা ভেতরে আসবে এবং তাদের সঙ্গেই বেরিয়ে যাবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন