Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 121:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 দিবসে সূর্য তোমায় আঘাত করবে না, চন্দ্রও করবে না আঘাত রাত্রিকালে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 দিনে সূর্য তোমাকে আঘাত করবে না, রাতে চন্দ্রও করবে না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 দিনে সূর্য তোমার ক্ষতি করবে না, এমনকি রাতে চাঁদও করবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 দিবসে সূর্য্য তোমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 দিনের বেলায় সূর্য তোমায় আঘাত করতে পারে না। রাতের বেলায় চাঁদ তোমায় আঘাত করতে পারে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 সূর্য্য তোমাকে দিনের ক্ষতি করবে না, রাতে চাঁদও না।

অধ্যায় দেখুন কপি




গীত 121:6
4 ক্রস রেফারেন্স  

এঁরা আর কখনও ক্ষুধার্ত বাতৃষ্ণার্ত হবেন না,রৌদ্রাহত বা তাপিতও হবেন না,


কখনও তারা ক্ষুধিত হবে না, হবে না কখনও তৃষিত। রৌদ্রের খরতাপ আর তপ্ত মরুবালি দগ্ধ করবে না তাদের, কারণ তাদের পরিচালনা করে নিয়ে যাবেন এমন একজন, যিনি ভালবাসেন তাদের, জলের উৎসমুখে তিনি নিয়ে যাবেন তাদের।


সূর্য ওঠার পর ঈশ্বরের নির্দেশে পূর্ব দিক থেকে ‘লু’ বইতে লাগল। মাথার উপর সূর্যের প্রখর তাপ যেন আগুন ছড়াতে লাগল। যোনার চেতনা লোপ হবার উপক্রম হল। তিনি তখন মৃত্যুকামনা করে বললেন, বেঁচে থাকার চেয়ে আমার মরণই ভাল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন