গীত 121:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)4 দেখ, যিনি ইসরায়েলের রক্ষক তিনি তন্দ্রাবিষ্ট হন না, নিদ্রাও যান না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 দেখ, যিনি ইসরাইলের রক্ষক, তিনি ঘুমে ঢুলে পড়েন না, ঘুমানও না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 সত্যিই, যিনি ইস্রায়েলের রক্ষক, তিনি তন্দ্রাচ্ছন্ন বা নিদ্রামগ্ন হবেন না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 দেখ, যিনি ইস্রায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 ইস্রায়েলের রক্ষাকর্তা কখনও ঘুমোন না। ঈশ্বর কখনও নিদ্রা যান না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 দেখ, ইস্রায়েলের পালক, কখনো ঢুলে পড়েন না, ঘুমান না। অধ্যায় দেখুন |
যখন আমি জ্ঞান আহরণে প্রবৃত্ত হলাম, পৃথিবীর তাবৎ বিষয় হৃদয়ঙ্গম করার চেষ্টা করলাম, তখনই বুঝলাম যে দিনরাত ভেবেও মানুষ কখনও ঈশ্বরের কীর্তিকলাপের মর্ম বুঝতে সক্ষম হবে না। মানুষ যত চেষ্টাই করুক না কেন, কখনও করতে পারবে না এ বিষয়ের কূল-কিনারা। জ্ঞানীরা তা জানেন বলে দাবী করতে পারেন, কিন্তু প্রকৃতপক্ষে তাঁরাও জানেন না কিছুই।