গীত 12:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)7-8 দুর্জন চারিদিকে করছে বিচরণ মানব সমাজে অধমই আজ উচ্চপদে আসীন। হে প্রভু পরমেশ্বর, এদের হাত থেকে তুমি উদ্ধার কর আমাদের, রক্ষা কর সর্বদা। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 হে মাবুদ, তুমিই তাদের রক্ষা করবে, চিরতরে এই কালের মানুষ থেকে উদ্ধার করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 হে সদাপ্রভু, তুমি দরিদ্রদের নিরাপদে রাখবে এবং দুষ্টদের হাত থেকে চিরকাল আমাদের রক্ষা করবে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 হে সদাপ্রভু, তুমিই তাহাদিগকে রক্ষা করিবে, চিরতরে এই কালের লোক হইতে উদ্ধার করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 হে প্রভু, নিঃসহায় মানুষের দেখাশুনা করুন। তাদের এখন এবং চিরদিনের জন্য রক্ষা করুন! অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 তুমি সদাপ্রভুু, তুমি আমাদের রক্ষা কর এবং সবদিন এই দুষ্ট প্রজন্ম থেকে আমাদের রক্ষা করবে। অধ্যায় দেখুন |