Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 12:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 কিন্তু প্রভু পরমেশ্বর বলেনঃ দেখি আমি দুঃখী জনের সর্বনাশ, শুনি দীনজনের কাতর ক্রন্দন তাই আমি তৎপর এখন। মুক্তির জন্য ব্যাকুল যারা তাদেরই আমি করব উদ্ধার।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 দুঃখীদের সর্বনাশ, দীনহীনের কাতরোক্তির দরুন, আমি এখন উঠবো, মাবুদ বলেন, যারা নিরাপদে থাকার আকাঙ্খা করে আমি তাদের নিরাপদে রাখব।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 “দীনহীনদের লুটপাট করা হচ্ছে ও দরিদ্ররা আর্তনাদ করছে, সেই কারণে আমি এবার জাগ্রত হব,” সদাপ্রভু বলেন। “অনিষ্টকারীদের হাত থেকে আমি তাদের রক্ষা করব।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 দুঃখীদের সর্ব্বনাশ, দীনহীনের কাতরোক্তি প্রযুক্ত, আমি এক্ষণে উঠিব, ইহা সদাপ্রভু কহেন, আমি ত্রাণাকাঙ্ক্ষীর ত্রাণ করিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 কিন্তু প্রভু বলছেন: “মন্দ লোকরা দুর্বলদের কাছ থেকে চুরি করেছে। নিঃসহায় লোকদের জিনিষ ওরা নিয়ে নিয়েছে। কিন্তু এখন আমি নিজে দাঁড়িয়ে, ঐসব ভারাক্রান্ত লোকদের রক্ষা করবো।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 সদাপ্রভুু বলেন, দরিদ্রের বিরুদ্ধে হিংস্রতার কারণে, অভাবগ্রস্তদের গভীর আর্তনাদের কারণে, আমি উঠব, আমি তাদের নিরাপত্তা প্রদান করব কারণ যার জন্য তারা আকাঙ্খা করে।

অধ্যায় দেখুন কপি




গীত 12:5
27 ক্রস রেফারেন্স  

এই অভাগা তাঁর কাছে করেছিল কাতর ক্রন্দন, প্রভু শুনেছেন তার আর্তস্বর সকল সঙ্কট থেকে উদ্ধার করেছেন তাকে।


দরিদ্রের উপর যে অত্যাচার করে, সে অবমাননা করে তার স্রষ্টাকে দরিদ্রকে যে দয়া করে সে ঈশ্বরকে জানায় শ্রদ্ধা ও সম্মান।


কিন্তু দেখ, তোমাদের ক্ষেতের ফসল যারা কেটেছে, তাদের যে মজুরী তোমরা প্রতারণা করে দাওনি তা এখন তোমাদের বিরুদ্ধে আর্তনাদ করছে। ক্ষেতমজুরদের সেই কাতর ক্রন্দন সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের কানে পৌঁছেছে।


জাতিবৃন্দকে প্রভু পরমেশ্বর বলছেন, এবার আমি সক্রিয় হয়ে উঠব, দেখাব কত ক্ষমতাবান আমি।


ঈশ্বর তাদের কবল থেকে অনাথদের উদ্ধার করেন, অত্যাচারীদের হাত থেকে দীনহীনদের বাঁচান।


হে প্রভু পরমেশ্বর, জাগো, সক্রিয় হয়ে ওঠ, দণ্ডদান কর দুরাত্মাকে, ভুলে যেও না দীনজনে।


অতএব তোমার অপযশ খণ্ডন করা হবে, উদ্ধার করা হবে তোমাকে ধ্বংসের হাত থেকে।


সেগুলি হবে মিশর দেশে সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের উপস্থিতির প্রতীক। সেখানকার মানুষ যখন আক্রান্ত ও নির্যাতিত হয়ে প্রভু পরমেশ্বরের কাছে সাহায্য প্রার্থনা করবে, তখন তিনি তাদের রক্ষা ও উদ্ধারের জন্য একজন পরিত্রাতাকে পাঠিয়ে দেবেন।


কিন্তু তার বাবা সারাজীবন চুরি-জোচ্চুরি, প্রতারণা ও অন্যায়-উৎপীড়ন করে কাটালো এবং তার মৃত্যুও হল। এই মৃত্যুর জন্য সে নিজেই দায়ী।


যদি দেখ, কোন রাজ্যে দরিদ্রেরা নিপীড়িত হচ্ছে, বঞ্চিত হচ্ছে ন্যায়বিচার ও ন্যায্যা অধিকার থেকে, তাহলে বিস্মিত হয়ো না—কারণ প্রত্যেক রাজকর্মচারীকে তাঁর ঊর্ধ্বতন কর্মচারী এবং তাঁকেও তাঁর ঊর্ধ্বতন কর্মচারী রক্ষা করে চলেন।


এ জগতে চলছে যে অন্যায় অত্যাচার তার কথা আমি ভাবতে লাগলাম, দেখলাম, কাঁদছে দলিত মানুষ, তাদের চোখের জল মুছে দেবার কেউ নেই, কেউ নেই তাদের পাশে দাঁড়াবার, কারণ ক্ষমতা রয়েছে অত্যাচারীর হাতে।


শুনবে তুমি অনাথ, পিতৃহীন ও উৎপীড়িতের ব্যাকুল ক্রন্দন, করবে সুবিচার, যেন মর্ত্যমানব আর না পারে চালাতে দমন পীড়ন তাদের উপর।


ছলে, বলে, কৌশলে সে অর্জন করে সফলতা, তাই তোমার সূক্ষ্ম বিচারতার দৃষ্টিসীমার বাইরে থেকে যায়, বিরোধীদের তুচ্ছ করে সে চরম অবহেলায় তাদের তুচ্ছজ্ঞান করে সে।


ইসরায়েলীরা তখন তাদের সমাজ থেকে বিজাতীয় দেব বিগ্রহগুলি দূর করে পরমেশ্বরের সেবা-আরাধনা করতে লাগল। ইসরায়েলীদের এই দুর্দশা দেখে তিনি আর স্থির থাকতে পারলেন না।


ফারাও বললেন, কে এই প্রভু পরমেশ্বর? তার আদেশে কেন আমি ইসরায়েলীদের ছেড়ে দেব? আমি তাকে চিনি না। ইসরায়েলীদের আমি ছাড়ব না।


চির অফুরাণ তোমার কল্যাণ ভাণ্ডার রেখেছ তাদের জন্য, যারা তোমার একান্ত অনুগত, চিরভক্ত তোমার। তোমার শরণাগত যারা, তাদের কাছে, তুমি করেছ প্রকাশ মহত্ত্ব তোমার, মানব সমাজে সকলেই জানে সে কথা।


ওরা ব্যঙ্গ করে, ঈর্ষভরে কথা কয়, উদ্ধত স্পর্ধায় উৎপীড়নের ভয় দেখায়।


মানুষের কথাতেই নিয়ন্ত্রিত হয় তার মরণ বাঁচন, যে কথা সে উচ্চারণ করে তার পরিণাম তাকে ভোগ করতেই হয়।


জ্যা-মুক্ত ধনুকের মত ফিরে গিয়ে তারা রত হয় দেবপূজায়। তাদের শাসকবৃন্দ যখন উদ্ধত রসনার জন্য তরবারির নির্মম আঘাতে নিহত হবে, মিশর তখন উপহাস করে হাসবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন