Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 12:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 সত্য কথা বলে না কেউ কারো কাছে, সকলেই দক্ষ স্তাবকতায়, মনে মুখে তারা এক নয়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 প্রত্যেক জন প্রতিবেশীর সঙ্গে মিথ্যা কথা বলে; চাটুকার ওষ্ঠাধরে ও দ্বিধাচিত্তে কথা বলে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 সবাই প্রতিবেশীদের কাছে মিথ্যা কথা বলে; তাদের মুখ দিয়ে তারা তোষামোদ করে কিন্তু হৃদয়ে প্রতারণা ধারণ করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 প্রতিজন প্রতিবাসীর সহিত অলীক কথা কহে; চাটুবাদী ওষ্ঠাধরে ও দ্বিধা চিত্তে কথা কহে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 লোকে তার প্রতিবেশীদের মিথ্যা কথা বলে। প্রত্যেকটি লোক তার প্রতিবেশীকে তোষামোদ করে এবং ঠকাবার জন্য মিথ্যে কথা বলে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 সবাই তার প্রতিবেশীকে অনর্থক কথা বলে; যারা দুমনা ও তোষামোদের সঙ্গে কথা বলে।

অধ্যায় দেখুন কপি




গীত 12:2
25 ক্রস রেফারেন্স  

এইসব লোকদের এড়িয়ে চল, কারণ তারা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের সেবা করে না, নিজেদের স্বার্থসিদ্ধির চেষ্টায় লিপ্ত থাকে এবং স্তুতিবাদ ও তোষামোদে তারা সরল ব্যক্তিদের মন ভুলায়।


তাদের জিহ্বা তীক্ষ্ণ বাণের মত মৃত্যুস্বরূপ, প্রবঞ্চনায় পটু। তারা প্রত্যেকে মধুর আলাপ করে প্রতিবেশীর সঙ্গে, কিন্তু প্রকৃতপক্ষে তারা ছলনার ফাঁদ পাতে।


যারা আমাকে দেখতে আসে আন্তরিকতার লেশমাত্র নেই হৃদয়ে তাদের। তারা আসে, আমার সম্বন্ধে দুঃসংবাদ সংগ্রহের আশায়, তারপর লোকের কাছে কুৎসা রটায়।


যাদের মুখে মিথ্যা ভাষণ ছলনায় ভরা শপথ যাদের।


মুখে তার অভিশাপ, ছলনা আর স্বৈরাচারীর আস্ফালন নিত্য তার ওষ্ঠাধরে দুরভিসন্ধির কথা।


সত্যের লেশ নেই ওদের কথায়, হৃদয় ওদের সর্বনাশা চিন্তায় ভরা। কণ্ঠ ওদের খোলা কবরের মত, স্তাবকতায় নিপুণ ওদের জিহ্বা বিষম ছলনায়।


দুর্জন ও অধর্মাচারীর সঙ্গে তুমি উচ্ছেদ করো না আমাকে, ওরা প্রতিবেশীকে শোনায় শান্তির সুমধুর বাণী কিন্তু অন্তরে পোষণ করে নির্মম দুরভিসন্ধি।


তোমরা জান আমরা কখনও তোষামোদ করে কথাবার্তা বলিনি কিম্বা স্বার্থসিদ্ধির ছদ্ম অভিপ্রায়ও আমাদের ছিল না, ঈশ্বরই তার সাক্ষী।


ইসরায়েলীদের মধ্যে ভ্রান্ত দর্শন বা ভাববাণীর নামে মন রাখা কথা কেউ আর বলবে না।


যে ব্যক্তি তার প্রতিবেশীকে তোষামোদ করে সে তার জন্য ফাঁদ পাতে।


যারা অতিরিক্ত কথা বলে তারা গোপন কথা ফাঁস করে দেয়, এদের এড়িয়ে চলাই ভাল।


রক্ষা কর আমায়, দুর্ধর্ষ শত্রুদের কবল থেকে, যাদের মুখে মিথ্যাভাষণ ছলনায় ভরা শপথ যাদের।


মর্যাদার আসন থেকে তাকে বিচ্যুত করার জন্য ওরা শুধু ফন্দী আঁটে। অলীকতায় ওদের আনন্দ, ওরা মুখে শুভেচ্ছা জানায় কিন্তু মনে মনে দেয় অভিশাপ। সেলা


মুখে তার মধুর ভাষণ কিন্তু অন্তরে বৈরীভাব, স্নেহসিক্ত তার আলাপন অন্তরালে তার শাণিত কৃপাণ।


ওদের মুখ নিঃসৃত ভাষা পাপে কলঙ্কিত, ওদের ওষ্ঠাধরে শুধু অভিশাপ আর মিথ্যা ভাষণ। ওরা ধরা পড়ুক নিজেদের অহমিকার ফাঁদে,


যারা আমার প্রাণ নিতে চায় তারা আমার জন্য পেতেছে ফাঁদ, যারা কামনা করে আমার অনিষ্ট তাদের মুখে শুধু ধ্বংসের কথা সারাদিন ষড়যন্ত্র করছে তারা।


অনেকেই মুখে আনুগত্য প্রকাশ করে, কিন্তু প্রকৃত বিশ্বস্ত লোক খুঁজে পাওয়া কঠিন।


তুমি তাদের বলবে, ‘তোমরাই হলে সেই জাতি, যারা তাদের প্রভু ঈশ্বরের ইচ্ছা পালন করে না বা সমুচিত শাস্তি পেয়েও তা থেকে শিক্ষা গ্রহণ করে না। সত্যের মৃত্যু ঘটেছে, কেউ আর বলে না তার কথা।


সৎ ব্যক্তি লুপ্ত হয়েছে দেশ থেকে মানব সমাজে ন্যায়নিষ্ঠ কেউ নেই সকলেই ওৎ পেতে রয়েছে খুনোখুনির জন্য, পরস্পরকে ফাঁদে ফেলার চেষ্টা করছে প্রত্যেকেই।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন