Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 119:135 - পবিএ বাইবেল CL Bible (BSI)

135 প্রসন্ন হোক তোমার শ্রীমুখ তোমার এ দাসের প্রতি, শিখাও আমায় তোমার বিধিবিধান।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

135 তোমার গোলামের প্রতি তোমার মুখ উজ্জ্বল কর, এবং তোমার সমস্ত বিধি আমাকে শিক্ষা দাও।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

135 তোমার দাসের প্রতি তোমার মুখ উজ্জ্বল করো, এবং তোমার নির্দেশাবলি আমাকে শিক্ষা দাও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

135 তোমার দাসের প্রতি তোমার মুখ উজ্জ্বল কর, এবং তোমার বিধি সকল আমাকে শিক্ষা দেও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

135 প্রভু, আপনার দাসকে গ্রহণ করুন এবং আমাকে আপনার বিধি শিক্ষা দিন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

135 তোমার দাসের ওপর তোমার মুখ উজ্জ্বল হোক এবং তোমার বিধি সকল আমাকে শেখাও।

অধ্যায় দেখুন কপি




গীত 119:135
14 ক্রস রেফারেন্স  

অনেকে প্রার্থনা করে, বলে, তুমি ছাড়া কে আমাদের মঙ্গল করতে পারে? হে প্রভু পরমেশ্বর বিকিরণ কর আমাদের উপর তোমার শ্রীমুখের জ্যোতি।


শাস্ত্রবাক্য বুঝবার জন্য তিনি তাঁদের বুদ্ধির দ্বার খুলে দিলেন


হে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, আমাদের বন্দীত্ব মোচন কর, উদ্ধার কর আমাদের, প্রসন্ন হও আমাদের প্রতি উদ্ধার পাব আমরা তোমার প্রসন্নতায়।


হে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, বন্দীত্ব মোচন করে উদ্ধার কর আমাদের, প্রসন্ন হও আমাদের প্রতি, উদ্ধার পাব আমরা তোমার প্রসন্নতায়।


হে ঈশ্বর, আমাদের পুনঃপ্রতিষ্ঠিত কর, প্রসন্ন হও আমাদের প্রতি, উদ্ধার পাব আমরা তোমার প্রসন্নতায়।


দেখুন, ঈশ্বর পরাক্রমে মহীয়ান্ তাঁর তুল্য শিক্ষাগুরু কে আছে?


যা কিছু করেছি আমি সবই বলেছি তোমায়, আর তুমি দিয়েছ সাড়া এবার শিখাও আমায় তোমার অনুশাসন।


ধন্য তুমি হে প্রভু পরমেশ্বর, আমাকে শিখাও তোমার অনুশাসন।


হে ইসরায়েলের প্রতিপালক, মিনতি শোন, তুমিই চালনা কর যোষফকুলকে মেষপালের মত, করূববাহনে সমাসীন তুমি ভাস্বর হয়ে ওঠ।


তারা ঈশ্বরের শরণ নেয় না যিনি ভূতলের পশুদের চেয়ে আমাদের বেশী বুদ্ধি দিয়েছেন, আকাশের পাখিদের চেয়ে আমাদের অধিক বিজ্ঞতা দিয়েছেন।


আমি যা বুঝি না সেই বিষয় আমাকে শিখাও, আমি যদি অধর্ম করে থাকি তবে আর তা করব না।’


সে তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করবে আর তিনি তার প্রার্থনা শুনবেন, সে আনন্দে ঈশ্বরের উপাসনা করবে। ঈশ্বর তাকে আবার ফিরিয়ে আনবেন সঠিক পথে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন