Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 119:105 - পবিএ বাইবেল CL Bible (BSI)

105 তোমার বাক্য আমার পথ নির্দেশের প্রদীপ, আমার চলার পথের আলো।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

105 তোমার কালাম আমার চরণের প্রদীপ, আমার পথের আলো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

105 তোমার বাক্য আমার চরণের প্রদীপ, এবং আমার চলার পথের আলো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

105 তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলোক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

105 প্রভু, আপনার বাক্যগুলো প্রদীপের মত আমার পথকে আলোকিত করে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

105 তোমার বাক্য আমার চরনের প্রদীপ, আমার পথের আলো।

অধ্যায় দেখুন কপি




গীত 119:105
7 ক্রস রেফারেন্স  

কারণ সেই আদেশ প্রদীপ ও সেই শিক্ষা আলোক স্বরূপ, শিক্ষামূলক অনুযোগ জীবনের পথ নির্দেশ করে।


প্রেরণ কর তোমার দীপ্তি ও সত্য, তারাই আমাকে পথ দেখাক, নিয়ে যাক আমায় তোমার পবিত্র শৈলে, তোমার আবাসে।


তুমিই আমার প্রদীপ, হে আমার আরাধ্য ঈশ্বর, প্রভু পরমেশ্বর, তুমি আলোকিত কর আমার অন্ধকার।


এর দ্বারা আমাদের কাছে নবীদের বাণীতে আমাদের প্রত্যয় আরও সুদৃঢ় হয়েছে। তোমরা তাতে মনোনিবেশ করলে ভালই হবে, কারণ যতদিন না দিনের আলো ফুটে ওঠে এবং তোমাদের হৃদয়াকাশে প্রভাতী তারার উদয় হয় ততদিন এই বাণীই হবে অন্ধকারে প্রদীপের মত।


তখন তাঁর দীপ জ্বলত আমার শিয়রে, তাঁর আলোকে আমি অন্ধকারেও পথ চলতাম।


আলোকে সব কিছুর স্বরূপ প্রকাশিত হয় এবং


পরমেশ্বরের অনুশাসন ন্যায়সঙ্গত, চিত্তকে করে আনন্দিত। তাঁর অনুজ্ঞা সুস্পষ্ট, মনকে করে বুদ্ধিদীপ্ত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন