গীত 118:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)7 আমার সহায় প্রভু পরমেশ্বর, আমি নিয়েছি তাঁরই শরণ, তাই আমি স্বচক্ষে দেখব শত্রুদের দুর্দশা। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 মাবুদ আমার সপক্ষ, আমার সহায়দের মধ্যবর্তী; তাই আমি আমার বিদ্বেষীদের দশা দেখব। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 সদাপ্রভু আমার সঙ্গে আছেন; তিনি আমার সহায়। আমি বিজয়ীর দৃষ্টিতে আমার শত্রুদের দিকে দেখব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 সদাপ্রভু আমার সপক্ষ, আমার সহায়দের মধ্যবর্ত্তী; তাই আমি আপন বিদ্বেষীদের দশা দেখিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 প্রভুই আমার সহায়। আমি আমার শত্রুদের পরাজিত দেখবো। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 সদাপ্রভুু আমার পক্ষে আছেন আমার সাহায্যকারী হিসাবে, আমি বিজয়ী হব তাদের ওপর যারা আমাকে ঘৃণা করে। অধ্যায় দেখুন |
তখন ঈশ্বরের আত্মা তাঁদের একজন, অমাশয়ের উপর অধিষ্ঠিত হলেন, (ইনি পরে ত্রিশজন বীরের অন্যতম হয়েছিলেন) তিনি উচ্চকন্ঠে বললেনঃ হে যিশয়ের পুত্র দাউদ, আমরা আপনার অনুগামী। আমরা আপনার সঙ্গে আছি! আপনার কল্যাণ হোক, কল্যাণ হোক আপনার অনুগামীদের, ঈশ্বর আপনার সহায়! দাউদ তাঁদের অর্ভ্যথনা জানালেন এবং নিজের সৈন্যদলের সেনানায়ক পদে নিযুক্ত করলেন।