Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 118:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 প্রভু পরমেশ্বর আমার পক্ষে, আমার কোন ভয় নাই, মানুষ আমার কি করতে পারে?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 মাবুদ আমার পক্ষে আছেন, আমি ভয় করবো না; মানুষ আমার কি করতে পারে?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 সদাপ্রভু আমার সঙ্গে আছেন; আমি ভীত হব না। সামান্য মানুষ আমার কী করতে পারে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 সদাপ্রভু আমার সপক্ষ, আমি ভয় করিব না; মনুষ্য আমার কি করিতে পারে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 আমার সঙ্গে প্রভু আছেন, তাই আমি ভয় পাবো না। লোকেরা আমাকে আহত করার জন্য কিছু করতে পারে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 সদাপ্রভুু আমার সঙ্গে আছেন, আমি ভয় করব না; মানুষ আমার কি করতে পারে?

অধ্যায় দেখুন কপি




গীত 118:6
20 ক্রস রেফারেন্স  

সুতরাং আমরা সাহস করে বলতে পারি, প্রভু আমার সহায়, আমি ভয় করব না, লোকে আমার কি করবে?


এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে, ঈশ্বরই যখন আমাদের পক্ষে তখন কে আমাদের বিপক্ষে?


প্রভু পরমেশ্বর প্রতিশ্রুতি রক্ষায় অবিচল, আমি তাঁর স্তুতিগান গাই, আমার সকল ভরসা তিনিই তাই ভীত নই আমি, তুচ্ছ মানুষ কি করবে আমার?


আমার সকল ভরসা তিনি, তুচ্ছ মানুষ কি করবে আমার?


যেদিন আকুল হয়ে আমি ডাকব তোমায়, সেদিন পরাজিত হবে আমার শত্রুদল, একথা নিশ্চিত জানি আমি, ঈশ্বর আমার পরম সহায়।


কিন্তু হে পরমেশ্বর, মহাপরাক্রান্ত যোদ্ধা তুমি, তুমি আমার পক্ষে আছ, যারা আমাকে উৎপীড়ন করে, ব্যর্থ হবে তারা। ব্যর্থতার গ্লানি তাদের চিরলজ্জায় ডুবিয়ে দেবে, কখনও ঘুচবে না এই লজ্জা।


প্রভু পরমেশ্বর বলেন, আমিই সেইজন যিনি তোমায় করেন শক্তিমান, তবে কেন কর ভয় সেই মর্ত্যমানবকে তৃণের চেয়ে বেশি নয় আয়ু যার?


যখন পার হয়ে যাব আমি অন্ধকারে আচ্ছন্ন জীবনের মহাসঙ্কট, তখনও ভয়ে আমি হব না বিহ্বল, জানি আমি, তুমি যে সাথী আমার। তোমার পাঁচনী, যষ্টি তোমারই আমার মনে সাহস জোগায়, আমি পাই তোমার আশ্রয়।


গীতিকার: সর্বাধিপতি প্রভু পরমেশ্বর আমাদের সঙ্গে আছেন, যাকোবের আরাধ্য ঈশ্বর আমাদের সুরক্ষিত আশ্রয়।


ধন্য সেই জন, যাকোবের ঈশ্বর যার সহায়, প্রভু পরমেশ্বরের উপরেই যার ভরসা।


ঈশ্বর আমাদের সুরক্ষিত আশ্রয় আমাদের শক্তি ও পরম সহায়। সাহায্যদানে তিনি সদা তৎপর।


তার এই সব কথা শুনে শৌল এবং ইসরায়েলীরা সকলে অত্যন্ত ভীত ও হতাশ হয়ে পড়ল।


দাউদ আরও বললেন, যে প্রভু পরমেশ্বর আমাকে সিংহ ও ভালুকের থাবা থেকে উদ্ধার করেছেন, তিনিই এই ফিলিস্তিনীটার হাত থেকে আমাকে রক্ষা করবেন। তখন শৌল দাউদকে বললেন, আচ্ছা যাও, প্রভু পরমেশ্বর তোমার সঙ্গে থাকুন।


শত্রুরা সব সময় আমার অনিষ্ট চেষ্টায় তৎপর, আমার অপকারের ষড়যন্ত্রে সদাই লিপ্ত তারা।


প্রভু পরমেশ্বর প্রতিশ্রুতি রক্ষায় অবিচল, আমি তাঁর স্তুতিগান গাই।


হে ঈশ্বর, আমি পূর্ণ করব তোমার কাছে আমার মানত, নিবেদন করব আমি কৃতজ্ঞতার নৈবেদ্য চরণে তোমার।


দুর্জনদের বিরুদ্ধে কে আমার পক্ষ অবলম্বন করে? কে-ই বা আমার পক্ষ হয়ে অধর্মাচারীদের বিরুদ্ধে দাঁড়ায়?


তার চিত্ত স্থিরপ্রতিষ্ঠ, তাই সে ভয় করে না, সে প্রত্যক্ষ করবে শত্রুর পরাজয় এই তার নিশ্চিত প্রত্যয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন