Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 118:28 - পবিএ বাইবেল CL Bible (BSI)

28 তুমি আমার আরাধ্য ঈশ্বর, আমি তোমাকেই জানাব কৃতজ্ঞতা, তুমিই আমার ঈশ্বর আমি গাইব তোমার গৌরব গান।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

28 তুমি আমার আল্লাহ্‌, আমি তোমার প্রশংসা করবো; তুমি আমার আল্লাহ্‌, আমি তোমার প্রতিষ্ঠা করবো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

28 তুমি আমার ঈশ্বর, আর আমি তোমার প্রশংসা করব; তুমি আমার ঈশ্বর, আর আমি তোমার মহিমা করব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

28 তুমি আমার ঈশ্বর, আমি তোমার স্তব করিব; তুমি আমার ঈশ্বর, আমি তোমার প্রতিষ্ঠা করিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

28 প্রভু, আপনিই আমার ঈশ্বর, আপনাকে ধন্যবাদ দিই। আমি আপনার প্রশংসা করি!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

28 তুমি আমার ঈশ্বর এবং আমি তোমাকে ধন্যবাদ দেবো তুমি আমার ঈশ্বর, আমি তোমাকে উচ্চে স্থাপন করব।

অধ্যায় দেখুন কপি




গীত 118:28
8 ক্রস রেফারেন্স  

হে প্রভু পরমেশ্বর, তুমি আমার ঈশ্বর, আমি তোমায় নিবেদন করব শ্রদ্ধা ও সম্মান, আমি গাইব তোমার স্তবগান। তুমি কত আশ্চর্য কর্ম করেছ সাধন, বহুকাল আগে রচিত পরিকল্পনা তোমার একান্ত নিষ্ঠায় করেছ সম্পাদন।


আমি আজীবন প্রভুর প্রশস্তি করব, চিরজীবন আমি করব ঈশ্বরের মহিমাকীর্তন।


প্রভুই আমার সহায় ও শক্তি, তিনিই মুক্তিদাতা আমার, তিনিই আমার ঈশ্বর, আমি গাইব তাঁর জয়গান, আমার পিতৃপুরুষের আরাধ্য ঈশ্বর তিনি, আমি করব তাঁর গুণকীর্তন।


হে ঈশ্বর, আমার পরিত্রাতা, আমার ভরসা তুমিই আমি হব না ভীত, বিচলিত। প্রভু পরমেশ্বর তুমিই আমার শক্তি, আমার পরিত্রাণের উৎস তুমিই।


এই ঘটনা ঘটলে প্রত্যেকে বলবে, ইনি আমাদের ঈশ্বর! আমরা এঁরই উপরে বিশ্বাস ও আস্থা স্থাপন করেছি, তিনি আমাদের উদ্ধার করেছেন। তিনিই আমাদের প্রভু পরমেশ্বর! আমরা তাঁরই উপরে বিশ্বাস ও আস্থা স্থাপন করেছি। এখন আমরা আনন্দিত ও সুখী কারণ তিনি আমাদের উদ্ধার করেছেন।


হে আমার ঈশ্বর, হে রাজন! আমি উচ্ছ্বসিত প্রশংসা করব তোমার, চিরকাল করব তোমার নামের গুণগান।


তিনিই আমাদের প্রভু, আমাদের পরমেশ্বর, সারা বিশ্বজুড়ে চলছে তাঁরই অনুশাসন।


তোমার ইচ্ছা পূর্ণ করতে শিখাও আমায়, তুমিই আমার আরাধ্য ঈশ্বর তোমার উদার করুণায় চালাও আমায় জীবনের সুগম পথে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন