Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 118:15 - পবিএ বাইবেল CL Bible (BSI)

15 ঐ শোন বিজয়সঙ্গীত ভক্তবৃন্দের শিবিরে প্রভু পরমেশ্বরের পরাক্রম এ বিজয় করেছে সাধন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

15 ধার্মিকদের তাঁবুতে বিজয়ের ও উদ্ধারের আনন্দ ধ্বনি শোনা যাচ্ছে; মাবুদের ডান হাত বিক্রমশালী কাজ করেছেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

15 ধার্মিকের শিবিরে শোনা গেল আনন্দের জয়ধ্বনি আর বিজয়ের উল্লাস: “সদাপ্রভুর ডান হাত মহান কাজ সম্পন্ন করেছে!

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

15 ধার্ম্মিকগণের তাম্বুতে আনন্দের ও পরিত্রাণের ধ্বনি হইতেছে; সদাপ্রভুর দক্ষিণ হস্ত বিক্রমসাধক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

15 ধার্ম্মিক লোকেদের বাড়ীতে তুমি এই বিজয় উৎসব শুনতে পাবে। প্রভু আবার তাঁর মহান শক্তি প্রদর্শন করলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

15 ধার্ম্মিকদের তাঁবু থেকে বিজয় আনন্দের চিত্কার শোনা যাচ্ছে সদাপ্রভুুর ডান হাত বিজেতা।

অধ্যায় দেখুন কপি




গীত 118:15
21 ক্রস রেফারেন্স  

পরাক্রান্ত তোমার বাহু, অমিত শক্তিধর সমুন্নত তোমার দক্ষিণ হস্ত।


ঈশ্বরের সাহায্যে বিজয়ী হব আমরা, তিনিই পরাস্ত করবেন আমাদের শত্রুদের।


হে প্রভু পরমেশ্বর, মহাবলে বলীয়ান তোমার বাহু, তোমারই বাহুবলে বিধ্বস্ত হয়েছে বৈরীদল।


অহঙ্কারে হৃদয় যাদের আচ্ছন্ন, তিনি আপন পরাক্রান্ত বাহুর বিক্রমে তাদের করেছেন ছত্রভঙ্গ।


প্রভু পরমেশ্বরের উদ্দেশে গাও নূতন সঙ্গীত, তিনি সাধন করেছেন অলৌকিক কীর্তিরাজি, তাঁর অসীম প্রতাপ ও মহাপরাক্রমে তিনি হয়েছেন বিজয়ী।


“হে স্বর্গরলোক, আনন্দ কর তার এ দশায়,পুণ্যাত্মা, প্রেরিত-শিষ্য ওপ্রবক্তা নবীরাও উল্লসিত হও,কারণ তোমাদের প্রতি তার অন্যায়েরবিচার করে ঈশ্বর তাকেদিয়েছেন চরম প্রতিফল।”


তারপর তাঁদের নিজের বাড়িতে নিয়ে গিয়ে তাঁদের আহারের ব্যবস্থা করল। ঈশ্বরের উপর আস্থা স্থাপনের আনন্দে সে ও তার পরিবারের সকলে উদ্বেলিত হয়ে উঠল।


সেইজন্য, আমি তোমাদের বলছি, আমার অনুগত ভক্তদের খাদ্য ও পানীয়ের অভাব হবে না কিন্তু তোমরা জর্জরিত হবে তৃষ্ণায় ও ক্ষুধার জ্বালায়। আমার সেবকেরা অবগাহন করবে আনন্দধারায়, তোমরা অধোবদন হবে লজ্জায়।


তোমার বিধানসমূহ আমার চিরকালের উত্তরাধিকার, আমার চিত্তের আনন্দস্বরূপ।


কিন্তু ধার্মিকেরা আনন্দিত হোক, ঈশ্বরের সাক্ষাতে উল্লাস করুক তারা, উচ্ছল হোক পরম আনন্দে।


তরবারি দ্বারা এ দেশ তাঁরা করেননি অধিকার, করেননি জয়লাভ আপন বাহুবলে। কিন্তু সম্ভব হয়েছিল তা তোমারই ক্ষমতা ও প্রতাপে, কারণ তাঁদের উপর প্রসন্ন ছিলে তুমি।


প্রভুর সান্নিধ্য লাভে আনন্দ কর, উল্লাসে মেতে ওঠ হে ধার্মিকবৃন্দ, ন্যায়নিষ্ঠ যারা, কর আনন্দধ্বনি।


ন্যায় ও সত্য প্রতিষ্ঠার সুদৃঢ় সঙ্কল্পে স্বপ্রতাপে এগিয়ে যাও জয়যাত্রায়, বিজয়লাভ করবে তুমি আপন পরাক্রমে।


তোমাদের পুত্র, কন্যা, দাসদাসী এবং তোমাদের নগর নিবাসী লেবীয়, তোমাদের সম্পত্তিতে যাদের কোন অংশ বা অধিকার নেই, তাদের সকলকে নিয়ে প্রভু পরমেশ্বরের সাক্ষাতে আনন্দোৎসব করবে।


আমার এ প্রবাস জীবনে তোমার অনুইশাসনই আমার গানের বাণী।


হে প্রভু পরমেশ্বর, ধার্মিককে তুমি করে থাক আশীর্বাদ, তোমার অনুগ্রহ তাকে ঘিরে রাখে ঢালের মত।


প্রভু পরমেশ্বরের কীর্তি পরম বিস্ময়কর, যারা তাঁর কীর্তি দেখে আনন্দিত হয়, তারাই জানতে চায় এ কীর্তির প্রকৃত মর্ম।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন