Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 118:13 - পবিএ বাইবেল CL Bible (BSI)

13 ওরা প্রবলভাবে আক্রমণ করেছিল আমায়, আমি দাঁড়িয়েছিলাম পরাজয়ের মুখোমুখি,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

13 তুমি আমাকে ফেলে দেবার জন্য ধাক্কা মেরেছ, কিন্তু মাবুদ আমার সাহায্য করলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

13 আমার শত্রুরা আমাকে হত্যা করার জন্য প্রবল চেষ্টা করেছিল কিন্তু সদাপ্রভু আমাকে সাহায্য করেছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 তুমি আমাকে ফেলিয়া দিবার জন্য ধাক্কা মারিয়াছ, কিন্তু সদাপ্রভু আমার সাহায্য করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 আমার শত্রুরা আমায় আক্রমণ করেছিলো এবং আমাকে প্রায় শেষ করে দিয়েছিলো। কিন্তু প্রভু আমায় সাহায্য করেছিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 তুমি আমাকে ফেলে দেবার জন্য আক্রমণ করলে, কিন্তু সদাপ্রভুু আমাকে সাহায্য করলেন।

অধ্যায় দেখুন কপি




গীত 118:13
11 ক্রস রেফারেন্স  

হে প্রভু, দুষ্টদের কবল থেকে আমাকে রক্ষা কর, হিংস্র লোকদের হাত থেকে নিস্তার কর আমায়, ওরা আমাকে পদস্খলিত করার চক্রান্ত করেছে।


প্রকাশ কর আমার প্রতি, তোমার স্নেহের অপার নিদর্শন, স্তম্ভিত হোক আমার বৈরীদল। হে প্রভু পরমেশ্বর, তুমিই আমার পরম সহায়, তুমিই আমার সান্ত্বনা।


হে আমার বৈরী, আমার বিপক্ষে করো না উল্লাস, আমার পতন হলেও আমি উঠে দাঁড়াব, অন্ধকারে বাস করলেও প্রভুই হবেন আমার আলোক।


সারা জীবন আপনি নিষ্কলঙ্ক থাকবেন। লোকে আপনার শত্রুতা করে প্রাণনাশের চেষ্টা করলেও কিছু করতে পারবে না, কারণ আপনার জীবন প্রভু পরমেশ্বরের কাছে নিরাপদে গচ্ছিত আছে। কিন্তু ফিঙ্গায় করে যেভাবে পাথর নিক্ষেপ করা হয়, ঠিক সেই ভাবে প্রভু পরমেশ্বর আপনার শত্রুদের ঈবনও নিক্ষেপ করবেন।


সন্তানেরা একই রক্তমাংস সম্ভূত, সুতরাং তিনি নিজেও সেই রক্তমাংসের স্বভাব পরিগ্রহ করলেন যেন মৃত্যুবরণের মধ্যে দিয়ে তিনি মৃত্যুর অধিপতি শয়তানকে ধ্বংস করেন এবং


তোমার আশঙ্কা সত্য নয়। কিন্তু দাউদ শপথ করে আবার বললেন, তোমার বাবা ভাল করেই জানেন যে তুমি আমার উপর সদয়, তাই তিনি হয়তো ভাবছেন, যোনাথনকে এ বিষয়ে না জানানোই ভাল, সে হয়তো দুঃখ পাবে। কিন্তু জাগ্রত প্রভু পরমেশ্বরের দিব্য এবং তোমার দিব্য, মৃত্যুর ও আমার মাঝখানে মাত্র একটি পদক্ষেপের ব্যবধান।


বাল্যকাল থেকেই লোকে আমাকে করেছে বহু নির্যাতন, তবুও তারা আমার বিরুদ্ধে করতে পারেনি জয়লাভ। কৃষক যেমন ভূমি কর্ষণ করে,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন