Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 117:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 সর্বজাতি প্রশস্তি কর প্রভু পরমেশ্বরের, সর্বমানবকুল, কীর্তন কর তাঁর মহিমা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 সমস্ত জাতি, মাবুদের প্রশংসা কর; সমস্ত লোকবৃন্দ, তাঁর সঙ্কীর্তন কর।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 হে সমস্ত জাতি, সদাপ্রভুর প্রশংসা করো; সমস্ত লোকজন, তাঁর সংকীর্তন করো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 সমস্ত জাতি, সদাপ্রভুর প্রশংসা কর; সমস্ত লোকবৃন্দ, তাঁহার সঙ্কীর্ত্তন কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 তোমরা জাতিসকল, প্রভুর প্রশংসা কর। তোমরা সব লোকেরা, প্রভুর প্রশংসা কর।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 সদাপ্রভুুর প্রশংসা কর; তোমরা সব জাতি, তাঁর মহিমান্বিত কর।

অধ্যায় দেখুন কপি




গীত 117:1
12 ক্রস রেফারেন্স  

হে প্রভু, তোমাকে কে না ভয় করে? কে না গায় তোমার নামের মহিমা? কারণ একমাত্র তুমিই পবিত্র, সর্বজাতি তোমারই আরাধনা করবে কারণ প্রকাশিত হয়েছে তোমার ন্যায়বিচার।”


শাস্ত্রে আবার এও আছে, “ঈশ্বরের প্রশংসা করুক সর্বজাতি, সমস্ত প্রজামণ্ডলী করুক তাঁর স্তুতিগান।”


হে ঈশ্বর, লোকে করুক তোমার মহিমা কীর্তন, স্তব গান করুক সর্বজাতি।


তাঁরা একটি নূতন স্তোত্র গাইছিলেনঃ “এই গ্রন্থ গ্রহণ ও তার মোহর ভাঙ্গার যোগ্যতা তোমারই আছে, কেননা নিহত হয়েছিলে তুমি। নিজ শোণিতের বিনিময়ে তুমি ঈশ্বরের জন্য অর্জন করেছসকল গোষ্ঠী, ভাষা, সমাজ ও জাতির মানুষের মুক্তি।


সমগ্র পৃথিবী! জয়ধ্বনি কর ঈশ্বরের উদ্দেশে।


হে প্রভু, তোমার সৃষ্ট সর্বজাতি তোমার সম্মুখে এসে করবে প্রণিপাত হবে মুখর তোমার গৌরব গানে।


সমগ্র পৃথিবী প্রণিপাত করবে তেমার সম্মুখে, করবে তোমায় জয়গান, কীর্তন করবে তোমার মহানাম। সেলা


সমস্ত প্রাণী প্রভুর প্রশস্তি করুক, প্রভু পরমেশ্বরের প্রশংসা কর সর্বজন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন