Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 116:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 তাই প্রভু পরমেশ্বরের পরম অনুগ্রহে আমি জীবিতের দেশে করব জীবন যাপন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 আমি মাবুদের সাক্ষাতে যাতায়াত করবো, জীবিতদের দেশেই করবো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 যেন আমি জীবিতদের দেশে সদাপ্রভুর সামনে গমনাগমন করি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 আমি সদাপ্রভুর সাক্ষাতে যাতায়াত করিব, জীবিতদের দেশেই করিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 জীবিতদের রাজ্যে, আমি প্রভুর সেবা অব্যাহত রাখব।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 আমি সদাপ্রভুুর সেবা করবো জীবিতদের দেশে।

অধ্যায় দেখুন কপি




গীত 116:9
9 ক্রস রেফারেন্স  

কিন্তু আমার বিশ্বাস, এই জীবন কালেই দেখে যাব আমি প্রভুর সাধিত কল্যাণ।


অব্রামের নিরানব্বই বছর বয়সে প্রভু পরমেশ্বর তাঁকে দর্শন দিয়ে বললেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আমার প্রতি বিশ্বস্ত থেকে জীবন যাপন কর এবং পূর্ণতা লাভ কর।


অন্যায়ভাবে ধৃত হলেন তিনি, হলেন দণ্ডিত চরম অবিচারে। তবুও কেউ ভেবে দেখল না যে, জীবিতদের দেশ থেকে তিনি হলেন নির্বাসিত, তাঁরই স্বজাতির মহাপাপে!


তিনি চিরকাল ঈশ্বরের সাক্ষাতে সিংহাসনে আসীন থাকুন, তোমার অবিচল প্রেম ও বিশ্বস্ততা রক্ষা করুক তাঁকে।


তোমার পিতা দাউদ যে ভাবে চলত তুমিও যদি সেইভাবে চল, একনিষ্ঠভাবে ন্যায়পথে থেকে আমার সমস্ত আদেশ পালন কর। আমার বিধান ও অনুশাসন মেনে চল


তাই হে প্রভু ইসরায়েলের ঈশ্বর, তোমার কাছে আমার নিবেদন, তোমার সেবক দাউদকে আরও যেসব প্রতিশ্রুতি দিয়েছিলে, সেগুলিও পূর্ণ কর। তুমি বলেছিলে, ইসরায়েলের রাজা হবার জন্য কখনও তোমার বংশধরের অভাব হবে না, যদি তারা তোমার মত আমার অনুগত হয়ে চলে।


যদি তুমি তাঁর বাধ্য হয়ে চল, তাহলে প্রভু পরমেশ্বর আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূর্ণ করবেন। তিনি আমায় বলেছিলেন, তোমার বংশধরেরা যতদিন মনে প্রাণে আমার অনুগত ও বিশ্বস্ত থাকবে, যতদিন আমার অনুশাসন সতর্কভাবে পালন করবে ততদিন ইসরায়েলের সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার লোকের অভাব হবে না।


এঁরা দুজনেই ঈশ্বরের দৃষ্টিতে শুদ্ধভাবে জীবনযাপন করতেন এবং প্রভুর সমস্ত আদেশ ও বিধান নিখুঁতভাবে মেনে চলতেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন