Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 116:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 শান্ত হও হে আমার প্রাণ, কেননা প্রভু পরমেশ্বর করেছেন তোমার অশেষ কল্যাণ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 হে আমার প্রাণ, তোমার বিশ্রাম-স্থানে ফিরে যাও, কেননা মাবুদ তোমার মঙ্গল করেছেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 হে আমার প্রাণ, তুমি বিশ্রামে ফিরে যাও, কারণ সদাপ্রভু তোমার মঙ্গল করেছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 হে আমার প্রাণ, তোমার বিশ্রাম-স্থানে ফিরিয়া যাও, কেননা সদাপ্রভু তোমার মঙ্গল করিয়াছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 হে আমার আত্মা, তোমার বিশ্রামের স্থানে ফিরে এস! প্রভু তোমার সম্পর্কে যত্ন নেবেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 আমার আত্মা ফিরে যাও, তোমার বিশ্রামের জায়গায় ফিরে যাও, কারণ সদাপ্রভুু তোমার মঙ্গল করেছেন।

অধ্যায় দেখুন কপি




গীত 116:7
8 ক্রস রেফারেন্স  

আমি গাইব প্রভুর স্তবগান, তিনি করেছেন আমার অশেষ কল্যাণ।


হে আমার প্রজাবৃন্দ, তোমরা ভীত হয়ো না, হে ইসরায়েল জাতি, শঙ্কা এনো না মনে, সেই সুদূর নির্বাসন থেকে তোমাদের আমি উদ্ধার করে আনব, যে দেশে বন্দী হয়ে আছ তোমরা। ফিরে আসবে তোমরা আপন ঘরে, বাস করবে শান্তিতে, হবে নিরাপদ। কেউ আর তোমাদের ভয়ার্ত করবে না।


প্রভু পরমেশ্বর তাঁর প্রজাদের বললেন, রাস্তার চৌমাথায় দাঁড়িয়ে লক্ষ্য কর, সন্ধান কর প্রাচীন সনাতন পথের, জিজ্ঞাসা করে জেনে নাও কোনটি সবচেয়ে ভাল পথ। সেই পথে চল, তোমরা শান্তিতে থাকবে। কিন্তু তারা বলল, না, আমরা ও পথে যাব না।


তোমার এ দাসের কল্যাণ কর, যেন আমি জীবিত থাকি, পালন করতে পারি তোমার উপদেশ।


তাই ক্রুদ্ধ হয়ে আমি শপথ করেছিলাম, আমার শান্তি ও বিশ্রাম থেকে এরা হবে চিরতরে বঞ্চিত।


সে তার প্রেমিকদের পিছনে ছুটে যাবে কিন্তু তাদের নাগাল পাবে না, সে তাদের খুঁজবে কিন্তু সন্ধান পাবে না। তখন সে বলবে, ‘আমি আবার আমার স্বামীর কাছেই ফিরে যাব। এখনকার চেয়ে আমার আগের অবস্থাই ছিল ভাল।’


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন