Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 116:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 তখন প্রভুকে ডেকে বললাম আমি: হে প্রভু পরমেশ্বর বিনতি করি, বাঁচাও আমায়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 তখন আমি মাবুদের নামে ডাকলাম, আরজ করি, হে মাবুদ, আমার প্রাণ রক্ষা কর।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 তখন আমি সদাপ্রভুর নামে ডাকলাম: “হে সদাপ্রভু, আমাকে রক্ষা করো!”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 তখন আমি, সদাপ্রভুর নামে ডাকিলাম, বিনয় করি, সদাপ্রভু, আমার প্রাণ রক্ষা কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 তখন আমি প্রভুর নামকে আমন্ত্রণ করলাম। আমি বলেছিলাম: “প্রভু, আমায় রক্ষা করুন!”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 তখন আমি সদাপ্রভুুর নামে ডাকলাম; “সদাপ্রভুু অনুগ্রহ কর, আমার জীবন উদ্ধার কর।”

অধ্যায় দেখুন কপি




গীত 116:4
20 ক্রস রেফারেন্স  

চরম সঙ্কটের মাঝে আমি ডাকলাম প্রভু পরমেশ্বরকে, প্রভু সাড়া দিলেন আমায়, করলেন উদ্ধার।


তরবারির আক্রমণ থেকে আমায় রক্ষা কর, কুকুরের কবল থেকে বাঁচাও আমার প্রাণ।


কিন্তু সেই কর-আদায়কারী আকাশের দিকে তাকাতে পর্যন্ত পারল না। দূরে দাঁড়িয়ে বুক চাপড়ে বলতে লাগল, ‘হে ঈশ্বর, এই পাপীকে দয়া কর।’


তখন সঙ্কটের দিনে আমায় ডাকলে আমি উদ্ধার করব তোমাদের, তোমরা করবে আমার মহিমাকীর্তন।


এই অভাগা তাঁর কাছে করেছিল কাতর ক্রন্দন, প্রভু শুনেছেন তার আর্তস্বর সকল সঙ্কট থেকে উদ্ধার করেছেন তাকে।


দুঃসহ আমার মর্ম বেদনা, রক্ষা কর আমায় নিদারুণ এ যন্ত্রণা থেকে।


সেই সঙ্কটে আমি ডাকলাম প্রভু পরমেশ্বরকে, আমার ঈশ্বরের কাছে জানালাম আর্তনিবেদন। তাঁর মন্দির থেকে তিনি শুনলেন আমার রব, আমার আর্তনাদ পৌঁছাল তাঁর শ্রবণে।


হে প্রভু, ফিরে চাও বাঁচাও আমার প্রাণ! তোমার অবিচল প্রেমের দোহাই উদ্ধার কর আমায়।


শিষ্যসহ যীশুও নিমন্ত্রিত হয়েছিলেন।


মৃত্যুলোকে কেউ স্মরণ করে না তোমায় পাতালে কেউ করে না তোমার স্তব!


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন