Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 115:14 - পবিএ বাইবেল CL Bible (BSI)

14 প্রভু পরমেশ্বর তোমাদের এবং তোমাদের সন্তানদের দান করুন সমৃদ্ধি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

14 মাবুদ তোমাদের বৃদ্ধি করুন, তোমাদের ও তোমাদের সন্তানদের বৃদ্ধি করুন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

14 সদাপ্রভু তোমাদের সমৃদ্ধি করুন, তোমাদের ও তোমাদের ছেলেমেয়েদের প্রতি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 সদাপ্রভু তোমাদের বৃদ্ধি করুন, তোমাদের ও তোমাদের সন্তানগণের বৃদ্ধি করুন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14 প্রভু, তোমাকে এবং তোমার সন্তানদের অনেক অনেক আশীর্বাদ দিন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

14 সদাপ্রভুু তোমাদের সংখ্যা বৃদ্ধি করুন আরো এবং আরো, তোমাদের এবং তোমাদের সন্তানদের বৃদ্ধি করুন।

অধ্যায় দেখুন কপি




গীত 115:14
19 ক্রস রেফারেন্স  

তোমাদের পিতৃপুরুষদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের আরও সহস্রগুণ সমৃদ্ধি দান করুন, আর তোমাদের প্রতি তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী তোমাদের আশীর্বাদ করুন।


কারণ এই প্রতিশ্রুতি তোমাদের ও তোমাদের সন্তানদের জন্য এবং বহু দূরে যারা আছে, যাদের প্রভু পরমেশ্বর স্বয়ং আহ্বান করেছেন —তাদের সকলের জন্য।


তোমরা নবীদের উত্তরাধিকারী সন্তান। নবীদের মাধ্যমে ঈশ্বরের উচ্চারিত অঙ্গীকার তোমাদেরই জন্য এবং তোমাদের পূর্বপুরুষদের সঙ্গে স্থাপিত ঈশ্বরের নূতন সন্ধি-চুক্তির তোমরাও অংশীদার। তিনি অব্রাহামকে বলেছিলেন, ‘তোমার বংশধরের মাধ্যমে পৃথিবীর সমগ্র মানব জাতিকে আমি আশীর্বাদ করব।’


তোমার সঙ্গে এবং পুরুষানুক্রমে তোমার বংশধরদের সঙ্গে আমি যে সন্ধির চুক্তিতে আবদ্ধ হব, তা হবে চিরস্থায়ী। আমি তোমার ঈশ্বর এবং তোমার বংশধরদেরও ঈশ্বর হব।


আমার সেবক দাউদের বংশধরদের এবং লেবী গোষ্ঠীর পুরোহিতদের সংখ্যা আমি এত বৃদ্ধি করব যে তাদের সংখ্যা গণনা করা যাবে না, যেমন গণনা করা যায় না আকাশের তারা ও সাগরবেলার বালুকারাশি।


কিন্তু যোয়াব রাজাকে বললেন, মহারাজ, ইসরায়েলের এখন যত লোক আছে, আপনার ঈশ্বর প্রভু পরমেশ্বর তাদের তার চেয়ে শতগুণ বৃদ্ধি করুন এবং আপনি তা দেখার জন্য বেঁচে থাকুন কিন্তু মহামহিম মহারাজ কেন এ কাজ করতে চাইছেন?


পৃথিবীর ধূলিকণার মত আমি তোমার বংশের বৃদ্ধি ঘটাব। কেউ যদি পৃথিবীর সব ধূলিকণা গণনা করতে পারে, তবে তোমার বংশধরদের সংখ্যাও নির্ধারিত করা যাবে।


এর পর আমি দেখলাম, প্রত্যেক জাতির, গোষ্ঠীর, সমাজের ও ভাষার বহু লোক —তাদের সংখ্যা নির্ণয় করার সাধ্য কারও নেই, তারা সিংহাসনের ও মেষশাবকের সামনে দাঁড়িয়ে আছে। তাদের পরণে শুভ্রবসন, হাতে খর্জুর পত্র।


পরে আমি মুদ্রাঙ্কিত লোকের সংখ্যা শুনলাম। ইসরায়েলীদের সমস্ত গোষ্ঠীর মুদ্রাঙ্কিত লোকের সংখ্যা এক লক্ষ চুয়াল্লিশ হাজার।


জেরুশালেমের অধিবাসী মুখর হবে স্তবে ও প্রশংসায়, মহানন্দে তুলবে জয়ধ্বনি। আমার আশিসে তারা বেড়ে চলবে সংখ্যায়, আমারই আশীর্বাদ তাদের এনে দেবে গৌরব ও সম্মান।


আমি তাদের সঙ্কেত দিয়ে ডেকে আনব, একত্র করব তাদের, কারণ আমি তাদের করব স্বাধীন জাতি, আগের মতই তাদের সংখ্যাবৃদ্ধি হবে।


কিন্তু ইসরায়েলীরা সংখ্যায় সাগরতীরের বালুকারাশির মত হবে, যার পরিমাণ নির্দিষ্ট করা যায় না, সংখ্যাও গণনা করা যায় না। তাদের সম্বন্ধে যেমন বলা হয়েছিল, তোমরা আমার প্রজা নও, তার বদলে তেমনি তাদের বলা হবে, ‘জাগ্রত ঈশ্বরের সন্তান।’


এমন এক দিন আসছে যে দিন যাকোবের বংশধর ইসরায়েল জাতি একটি বৃক্ষের মত বদ্ধমূল হবে। মুকুলিত পুষ্পে পল্লবে সুশোভিত হয়ে উঠবে। তাদের উৎপাদিত ফলে পৃথিবী পূর্ণ হয়ে যাবে।


সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, যিনি তাঁর প্রজা ইসরায়েলকে নির্বাসন থেকে ফিরিয়ে এনে একত্র করেন, সেই সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেন, যাদের আমি একত্র করেছি, তাদের সঙ্গে আরও অনেককে সম্মিলিত করব।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন