Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 113:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 তবু তিনি দৃষ্টিপাত করেন আনত হয়ে আকাশ ও পৃথিবীর প্রতি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 তিনি অবনত হয়ে দৃষ্টিপাত করেন আসমানে ও দুনিয়াতে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 তিনি আকাশমণ্ডল ও পৃথিবীর দিকে অবনত হয়ে দৃষ্টিপাত করেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 তিনি অবনত হইয়া দৃষ্টিপাত করেন আকাশে ও পৃথিবীতে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 ঈশ্বর আমাদের থেকে এত উঁচুতে আছেন যে আকাশ ও পৃথিবীকে দেখতে হলে তাঁকে নীচের দিকে তাকাতে হয়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 কে নিচে আকাশের দিকে এবং পৃথিবীর দিকে তাকায়?

অধ্যায় দেখুন কপি




গীত 113:6
9 ক্রস রেফারেন্স  

আমি সুমহান, পবিত্রতম শাশ্বত ঈশ্বর। ঊর্ধ্বলোকে পবিত্রস্থানে আমার নিবাস হলেও আমি দলিত জনের ব্যথিত মনের মানুষের সঙ্গেও বাস করি যেন তাদের নৈরাশ্য দূর করে আস্থা ফিরিয়ে আনতে পারি।


যদিও প্রভু ঊর্ধ্বে সমাসীন, তবুও তাঁর কৃপা দৃষ্টি রয়েছে অবনতের প্রতি, গর্বোদ্ধত তোমার কাছে নিজেকে পারে না লুকাতে।


প্রভু পরমেশ্বর বিরাজিত তাঁর পুণ্য মন্দিরে, স্বর্গে তাঁর সিংহাসন, সবই তাঁর দৃষ্টিগোচরে, তাঁর দৃষ্টি যাচাই করে মানব সন্তানদের।


আমি স্বয়ং সৃষ্টি করেছি এই বিশ্বসংসার! এ সবই আমার। যারা দলিত ও নিপীড়িত, যারা আমার ইচ্ছা পালন করে এবং আমাকে ভক্তি সম্ভ্রম করে, তাদের প্রতি আমার দৃষ্টি সজাগ, আমি তাদের ভালবাসি।


সরাফেরা তাঁকে ঘিরে দাঁড়িয়ে আছেন। তাঁদের প্রত্যেকের ছয়টি ডানা। প্রত্যেকে দুটি ডানা দিয়ে মুখ আর দুটি ডানা দিয়ে দেহ ঢেকে রেখেছেন। আরও দুটি ডানা তাঁরা ওড়ার জন্য ব্যবহার করেন।


ঈশ্বর পবিত্র স্বর্গদূতেরও বিশ্বাস করেন না, তারাও তাঁর দৃষ্টিতে শুচিশুদ্ধ নয়।


ঈশ্বর তাঁর ভক্তদের বিশ্বাস করেন না এমন কি স্বর্গদূতেরাও তাঁর কাছে ত্রুতিহীন নয়।


কেননা তিনি পৃথিবীর প্রান্ত পর্যন্ত দেখেন, আকাশের নীচে সর্ববস্তু তাঁর দৃষ্টিগোচর।


আপন আবাস থেকে তিনি সকল মর্ত্যবাসীকে করেন নিরীক্ষণ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন