Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 113:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 উদয়াচল থেকে অস্তাচল অবধি কীর্তিত হোক প্রভু পরমেশ্বরের নাম।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 সূর্যের উদয়স্থান থেকে তার অস্তস্থান পর্যন্ত মাবুদের নাম প্রশংসনীয়।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 সূর্যের উদয়স্থান থেকে অস্তস্থান পর্যন্ত সদাপ্রভুর নামের প্রশংসা হোক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 সূর্য্যের উদয়স্থান অবধি তাহার অস্তস্থান পর্য্যন্ত সদাপ্রভুর নাম কীর্ত্তনীয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 যেখানে পূর্বদিকে সূর্যোদয় হয় সেখান থেকে শুরু করে পশ্চিমে যেখানে সূর্য অস্ত যায় সেখান পর্যন্ত প্রভুর নামের প্রশংসা হোক্।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 সূর্য্য ওঠা থেকে অস্ত পর্যন্ত, সদাপ্রভুুর নামের প্রশংসা হওয়া উচিত।

অধ্যায় দেখুন কপি




গীত 113:3
14 ক্রস রেফারেন্স  

উদয়াচল থেকে অস্তাচল পর্যন্ত সর্বজাতির মাঝে আমি পূজিত এবং সর্বস্থানে আমার নামে নিবেদিত হয় সুগন্ধি ধূপ ও শুচিশুদ্ধ নৈবেদ্য, কারণ সর্বজাতি আমাকে সম্ভ্রম করে।


আমি যখনই তাঁকে করি আহ্বান, তিনি উদ্ধার করেন আমায় শত্রুর হাত থেকে তিনিই স্তব ও স্তুতির যোগ্য, তাঁকেই আমি করি নিবেদন আমার স্তুতি ও বন্দনা।


হে আকাশমণ্ডল মুখরিত হও সঙ্গীতে! আনন্দ ধ্বনি কর হে ধরিত্রী! পর্বতমালা উচ্ছ্বসিত হোক গানে গানে! প্রভু পরমেশ্বর দূর করবেন তাঁর প্রজাবৃন্দের দুঃখ দুর্দশা, দান করবেন তাদের সান্ত্বনা, দুঃখভারে জর্জরিত প্রজাদের উপর বর্ষণ করবেন করুণাধারা।


হে প্রভু, তোমার সৃষ্ট সর্বজাতি তোমার সম্মুখে এসে করবে প্রণিপাত হবে মুখর তোমার গৌরব গানে।


পূর্ব থেকে পশ্চিমের সমস্ত মানুষ তাঁর কাছে ভয়ে-ভক্তিতে মাথা নোয়াবে, কীর্তন করবে তাঁর গৌরব ও মহিমার। তিনি নেমে আসবেন খরস্রোতা নির্ঝরিণীর মত, আসবেন বায়ু তাড়িত স্রোতের মত।


হে ঈশ্বর, তোমার গৌরব ও মহিমা পরিব্যাপ্ত এ বিশ্বমণ্ডলে, ন্যায়ের দাক্ষিণ্যে পূর্ণ তোমার অভয় হস্ত।


এর পরে সপ্তম দূত তূর্যধ্বনি করলেন। তখন স্বর্গে উচ্চকণ্ঠে এই কথা ঘোষিত হল ঃ “জগতের রাজা এখন আমাদের প্রভুর অধীন,তাঁর অভিষিক্তের পদানত।রাজত্ব করবেন তিনি যুগে যুগে, চিরকাল।”


নৃপতিবৃন্দ সকলেই তাঁর কাছে করুক প্রণিপাত, সকল জাতিই স্বীকার করুক তাঁর বশ্যতা।


সমুদ্র যেমন জলে পরিপূর্ণ, তেমনই পূর্ণ হবে মানুষের হৃদয় পরমেশ্বরের ক্ষমতা ও মহিমার উপলব্ধিতে।


সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর, উদয়াচল থেকে অস্তাচল পর্যন্ত সমগ্র পৃথিবীর মানুষকে আহ্বান করেছেন।


পৃথিবীর দূর-দূরান্ত থেকে ভেসে আসবে ধর্মময়ের প্রশংসাধ্বনি। কিন্তু আমার আর কোন আশা নেই! আমি শেষ হয়ে যাচ্ছি, আমি, যিশাইয় শেষ হয়ে যাচ্ছি। বিশ্বাসঘাতকেরা বিশ্বাসঘাতকতা করেই চলেছে, এই বিশ্বাসঘাতকতা দিনে দিনে আরও সন্দেহের দিকে এগিয়ে চলেছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন