Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 112:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 তার চিত্ত স্থিরপ্রতিষ্ঠ, তাই সে ভয় করে না, সে প্রত্যক্ষ করবে শত্রুর পরাজয় এই তার নিশ্চিত প্রত্যয়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 তার অন্তর সুস্থির, সে ভয় করে না, শেষে সে তাঁর বিপক্ষদের পরাজয় দেখবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 তার হৃদয় সুস্থির, সে ভয় করবে না; অবশেষে সে বিজয়ীর মতো তার শত্রুদের দিকে তাকাবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 তাহার চিত্ত সুস্থির; সে ভয় করে না, শেষে সে আপন বিপক্ষদের দশা দেখিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 সেই ব্যক্তি নিজের বিশ্বাসে দৃঢ়। সে কখনও ভয় পাবে না, সুতরাং সে তার শত্রুদের পরাজিত করবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 তার হৃদয় শান্ত, ভয় নেই, যতক্ষণ না সে তার বিপক্ষদের ওপর বিজয় দেখে।

অধ্যায় দেখুন কপি




গীত 112:8
11 ক্রস রেফারেন্স  

আমার সহায় প্রভু পরমেশ্বর, আমি নিয়েছি তাঁরই শরণ, তাই আমি স্বচক্ষে দেখব শত্রুদের দুর্দশা।


তুমি শুধু চোখ মেলে দেখবে, প্রত্যক্ষ করবে দুর্জনদের প্রতিবিধান।


আমার ঈশ্বর তাঁর অবিচল প্রেমে আমাকে দেখা দেবেন, অগ্রবর্তী হবেন আমার, দেখাবেন আমায় শত্রুদের পরাজয়।


তোমরা যারা প্রভুর প্রতীক্ষায় আছ, সাহস কর, সবল হোক তোমাদের চিত্ত।


নানা ধরণের বিচিত্র মতবাদের দ্বারা বিভ্রান্ত হয়ো না। ঈশ্বরের অনুগ্রহের দ্বারাই আমাদের মনের পুষ্টি হয়, কোন খাদ্যবস্তুর দ্বারা নয়। প্রকৃতপক্ষে খাদ্য-অখাদ্যের বিচার করে কেউ কোনদিন উপকৃত হয়নি।


দুর্জনের নিবাসের উপরে থাকে প্রভুর অভিশাপ। কিন্তু ধার্মিকের গৃহে তিনি বর্ষণ করেন আশীর্বাদ।


আমি স্বচক্ষে নিরীক্ষণ করেছি আমার শত্রুদের পতন, স্বকর্ণে শুনেছি আমার বিরোধী দুরাচারদের দুর্দশার কথা।


প্রভুর প্রতীক্ষায় থাক, সাহস রাখ, সবল কর মন, প্রভুরই প্রতীক্ষায় থাক।


প্রভু পরমেশ্বরের প্রতীক্ষায় থাক, তাঁরই পথে চল, তাহলে তিনি তোমাকে করবেন উন্নত দেশে প্রতিষ্ঠা করবেন তোমার অধিকার, প্রত্যক্ষ করবে তুমি দুর্জনের বিনাশ।


ধনবাহুল্যে গর্বান্ধ শত্রুদলের আক্রমণে কখনও ভীত হব না আমি।


প্রভু পরমেশ্বর আমার পক্ষে, আমার কোন ভয় নাই, মানুষ আমার কি করতে পারে?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন