Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 112:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 সজ্জনের কাছে প্রভু পরমেশ্বর অন্ধকারেও জ্যোতি স্বরূপ, সে কৃপাময়, স্নেহশীল ও ধর্মনিষ্ঠ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 সরল লোকের জন্য অন্ধকারে জ্যোতি উদিত হয়; সে কৃপাময়, স্নেহশীল ও ধার্মিক।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 ন্যায়পরায়ণের জন্য অন্ধকারের মাঝে আলো উদয় হয়, সে কৃপাময়, স্নেহশীল ও ধার্মিক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 সরল লোকের জন্য অন্ধকারে জ্যোতি উদিত হয়; সে কৃপাময়, স্নেহশীল ও ধার্ম্মিক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 সৎ‌ লোকদের কাছে ঈশ্বর অন্ধকারে প্রতিভাত একটি আলোর মত। ঈশ্বর দয়াময়, ক্ষমাশীল এবং ভালো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 অন্ধকারে আলোর জ্যোতি হবে ধার্মিক লোকেদের জন্য; সে করুণাময়, ক্ষমাশীল এবং ধার্মিক।

অধ্যায় দেখুন কপি




গীত 112:4
26 ক্রস রেফারেন্স  

তোমার জীবন হবে মধ্যাহ্নের সূর্যের চেয়ে উজ্জ্বল, জীবনের অন্ধকার দিনগুলি হবে ঊষার মত আলোকিত।


যদি ক্ষুধার্তকে দান কর অন্ন এবং দরিদ্রের অভাব মোচন কর, তাহলে তোমাদের চারিদিকে ঘিরে থাকা অন্ধকার মধ্যাহ্নের সমুজ্জ্বল আলোয় পরিণত হবে।


ধার্মিকদের জন্য হয় আলোকের উদয়, ন্যায়নিষ্ঠ চিত্ত যাদের, আনন্দে পূর্ণ হয় তাদের জীবন।


বৎসগণ, কেউ যেন তোমাদের প্রতারিত না করে। যে ন্যায্য আচরণ করে সে ধার্মিক, যেমন তিনি ধর্মময়।


তোমাদের পিতা যেমন করুণাময় তোমরাও তেমনি করুণাপরবশ হও।


তোমরা যদি জেনে থাক যে তিনি ধর্মময়, তাহলে একথাও তোমাদের নিশ্চিত জানা উচিত যে যারা ধার্মিক তিনিই তাদের সকলের জনক।


তোমরা পরস্পরের প্রতি উদার ও সদয় হও। ঈশ্বর যেমন খ্রীষ্টের মাধ্যমে তোমাদের ক্ষমা করেছেন, তেমনি তোমরাও একে অন্যকে ক্ষমা কর।


প্রভু পরমেশ্বরের প্রশংসা কর! ধন্যবাদ কর তাঁর কারণ তিনি মঙ্গলময়, নিত্যস্থায়ী তাঁর অবিচল প্রেম।


তাই জ্যোতির সন্তানের মত আচরণ কর। কারণ যা কিছু শুভঙ্কর, ন্যায় ও সত্য, তা জ্যোতি থেকেই উদ্ভূত।


আমি জ্যোতিরূপে এ জগতে এসেছি। যে আমাকে বিশ্বাস করে সে অন্ধকারে থাকবে না।


তিনিই প্রকাশ করবেন তোমার সততা আলোকের মত, মধ্যদিনের দীপ্তির মত প্রকাশিত হবে তোমায় ন্যায়পরতা।


ভক্তেরা, তোমাদের উপর উদিত হবে আমার পরাক্রম সূর্য। তারই রশ্মিতে তোমরা লাভ করবে নবশক্তি, মুক্তির আনন্দে হবে মাতোয়ারা।


কারা ঈশ্বরের সন্তান আর কারা শয়তানের সন্তান তা এর দ্বারাই প্রকাশ পায়। যে ন্যায্য আচরণ করে না এবং যে নিজের ভাইকে ভালবাসে না সে ঈশ্বর থেকে জাত নয়।


সুতরাং তোমাদের আচরণ সম্পর্কে বিশেষভাবে সাবধান হও। নির্বোধের মত নয়, তোমাদের জীবনাচরণ হোক জ্ঞানবানের মত।


তোমরা যারা প্রভু পরমেশ্বরকে সম্ভ্রম কর, ভক্তি কর তাঁকে, পালন কর তাঁর ভক্তদাসের সমস্ত শিক্ষা, তোমাদের চলার পথ হতে পারে আচ্ছন্ন অন্ধকারে তবুও বিশ্বাস কর প্রভু পরমেশ্বরে, আস্থা রাখ তোমার আরাধ্য ঈশ্বরে।


তুমি যা কিছু করতে চাইবে তাতেই সাফল্যলাভ করবে, তোমার চলার পথ হবে আলোকিত।


তখন তাঁর দীপ জ্বলত আমার শিয়রে, তাঁর আলোকে আমি অন্ধকারেও পথ চলতাম।


প্রভু পরমেশ্বর দয়াশীল ও ধর্মময়, করুণার আধার আমাদের আরাধ্য ঈশ্বর।


প্রভু পরমেশ্বর সকল কর্মে দয়াবান, ন্যায়পরায়ণ সর্বক্ষেত্রে।


সৎ ও দয়ালু হও, লাভ করবে সম্মান ও সমৃদ্ধি।


তাহলে আমার প্রসন্নতা তোমাদের উপর প্রভাত সূর্যের মত আলোক বিকিরণ করবে, অবিলম্বে তোমাদের সমস্ত ব্যথার আরোগ্য হবে। তোমাদের রক্ষা করার জন্য আমি সর্বদা তোমাদের সঙ্গে থাকব, আমার উপস্থিতি চতুর্দিক থেকে তোমাদের রক্ষা করবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন