গীত 111:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)3 তাঁর সকল কর্ম গৌরব ও মহিমামণ্ডিত, শাশ্বত তাঁর ধার্মিকতা। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 তাঁর কাজ গৌরব ও মহিমাস্বরূপ, তাঁর ধর্মশীলতা নিত্যস্থায়ী। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 তাঁর কাজকর্ম কত গৌরবান্বিত ও মহিমাময়, আর তাঁর ধার্মিকতা চিরস্থায়ী। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 তাঁহার ক্রিয়া প্রভা ও প্রতাপস্বরূপ, তাঁহার ধর্ম্মশীলতা নিত্যস্থায়ী। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 ঈশ্বর প্রকৃতই বিস্ময়কর এবং মহিমাময় কার্য করেন। তাঁর ধার্মিকতা চিরদিনই বিরাজ করে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 তাঁর কাজ মহিমাময় এবং চমত্কার এবং তাঁর ধার্ম্মিকতা চিরস্থায়ী। অধ্যায় দেখুন |
তোমার স্বজাতিকে ও পবিত্র নগরকে পাপ ও দুষ্কর্ম থেকে মুক্ত করার জন্য ঈশ্বর সত্তর সপ্তাহ সময় দিয়েছেন। এই সময় পাপ ক্ষমা করা হবে। অন্যায়, অবিচার দূর করা হবে চিরতরে। প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার। যে দিব্য দর্শন তুমি দেখেছ ও যে ভাববাণী শুনেছ সেগুলি সত্য হবে। পবিত্র স্থান আবার উৎসর্গিত হবে প্রভুর উদ্দেশে।