Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 11:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 প্রভু পরমেশ্বর বিরাজিত তাঁর পুণ্য মন্দিরে, স্বর্গে তাঁর সিংহাসন, সবই তাঁর দৃষ্টিগোচরে, তাঁর দৃষ্টি যাচাই করে মানব সন্তানদের।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 মাবুদ তাঁর পবিত্র বায়তুল মোকাদ্দসে আছেন; মাবুদের সিংহাসন বেহেশতে; তাঁর দৃষ্টি নিরীক্ষণ করছে, তাঁর চোখ মানবজাতিকে পরীক্ষা করছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 সদাপ্রভু তাঁর পবিত্র মন্দিরে আছেন; সদাপ্রভু স্বর্গের সিংহাসনে অধিষ্ঠিত। তিনি পৃথিবীর সকলকে নিরীক্ষণ করেন; তাঁর দৃষ্টি তাদের পরীক্ষা করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 সদাপ্রভু আপন পবিত্র মন্দিরে আছেন; সদাপ্রভু, তাঁহার সিংহাসন স্বর্গে; তাঁহার চক্ষু নিরীক্ষণ করিতেছে, তাঁহার চক্ষুর পাতা মনুষ্য-সন্তানদের পরীক্ষা করিতেছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 প্রভু তাঁর পবিত্র মন্দিরে রয়েছেন। প্রভু স্বর্গে তাঁর সিংহাসনে বসে আছেন। এই পৃথিবীতে যা কিছু ঘটে, তার সবই তিনি দেখতে পান। লোকরা সত্যিকারের ভাল না মন্দ তা জানবার জন্য প্রভু লোকেদের খুব কাছ থেকে ভালভাবে নিরীক্ষণ করেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 সদাপ্রভুু তাঁর পবিত্র মন্দিরে আছেন; তাঁর চোখ লক্ষ্য করে, তাঁর চোখ মানুষের সন্তানদের পরীক্ষা করে।

অধ্যায় দেখুন কপি




গীত 11:4
28 ক্রস রেফারেন্স  

প্রভু পরমেশ্বর স্বর্গে স্থাপন করেছেন আপন সিংহাসন, তাঁর কর্তৃত্ব সর্বব্যাপী।


সেই সঙ্কটে আমি ডাকলাম প্রভু পরমেশ্বরকে, আমার ঈশ্বরের কাছে জানালাম আর্তনিবেদন। তাঁর মন্দির থেকে তিনি শুনলেন আমার রব, আমার আর্তনাদ পৌঁছাল তাঁর শ্রবণে।


স্বর্গের সিংহাসনে সমাসীন প্রভু ব্যঙ্গের হাসি হাসেন, বিদ্রূপ করেন ওদের।


কিন্তু প্রভু পরমেশ্বর নিজ পবিত্র মন্দিরে অধিষ্ঠিত, তাঁর সম্মুখে স্তব্ধ হোক বিশ্ব চরাচর।


প্রভু পরমেশ্বর বলেন, স্বর্গ আমার সিংহাসন, মর্ত্য আমার পাদপীঠ। এ ক্ষেত্রে পার কি তোমরা আমার জন্য গৃহ নির্মাণ করতে? এ কি সম্ভব? পার কি আমায় কোনস্থানে সীমাবদ্ধ রাখতে?


এমন কোনও স্থান নেই, যেখানে লুকালে আমার দৃষ্টি এড়ান যাবে। তোমরা কি জান না, স্বর্গ ও পৃথিবীর সর্বস্থানে আমি বিরাজ করি?


স্বর্গ থেকে প্রভু দৃষ্টিপাত করেন, দেখেন তাঁর সকল সন্তানকে।


আমি তৎক্ষনাৎ পবিত্র আত্মায় আবিষ্ট হলাম। দেখলাম, স্বর্গে রয়েছে এক সিংহাসন, তার উপরে আসীন এক ব্যক্তি।


সৃষ্টির কোন কিছুই তাঁর দৃষ্টির অগোচর নয়। যাঁর সম্মুখীন আমাদের হতে হবে, তাঁর দৃষ্টিতে সব কিছুই প্রকাশিত ও অনাবৃত।


সে তথাকথিত ঈশ্বর বা উপাস্য সমস্ত কিছুকে নস্যাৎ করে নিজেকে সব কিছুর উপরে প্রতিষ্ঠিত করবে, এমনকি স্বয়ং ঈশ্বরের মন্দিরের আসীন হয়ে সে নিজেকে ঈশ্বর বলে ঘোষণা করবে।


আর যে মন্দিরের দিব্যি করে সে মন্দিরের ও মন্দিরের মধ্যে যিনি বাস করেন তাঁর নামেও দিব্যি করে।


কিন্তু আমি তোমাদের বলছি, আদৌ কোনও দিব্য করো না, স্বর্গের নামে নয়, কারণ সেখানে রয়েছে ঈশ্বরের সিংহাসন,


যিনি আপন পরাক্রমে রাজত্ব করেন চিরকাল জাতিগণের প্রতি দৃষ্টি যাঁর সতত সজাগ, বিদ্রোহীরা আত্মপ্রচার না করুক দম্ভভরে তাঁর সাক্ষাতে। সেলা


প্রভু পরমেশ্বর সমগ্র বিশ্ব সংসারের উপর অন্তরঙ্গভাবে লক্ষ্য রাখেন, যেন যারা তাঁর অনুগত, তাদের তিনি শক্তি ও সামর্থ্য দান করতে পারেন। তুমি মূর্খের কাজ করেছ। তাই আজ থেকে তোমাকে সবসময় যুদ্ধে লিপ্ত থাকতে হবে।


মিশর দেশ থেকে ইসরায়েল সন্তানদের উদ্ধার করে আনার সময় থেকে আজও আমি কোন মন্দিরে অধিষ্ঠান করি নি কিন্তু আবাস তাম্বু ও সম্মেলন শিবিরে অবস্থান করে পরিভ্রমণ করেছি।


নবী যেমন বলেছেনঃ'স্বর্গ আমার সিংহাসনমর্ত্য আমার পাদপীঠ,প্রভু বলেন, কেমন আবাস নির্মাণ করবেতোমরা আমার জ্য,অথবা কোথায় হবে আমার বিশ্রামের স্থান?


পরমেশ্বরের দৃষ্টি সর্বত্র প্রসারিত, উত্তম ও অধম সকলেরই প্রতি রয়েছে, তাঁর দৃষ্টি।


প্রভু পরমেশ্বর আপন পবিত্র আবাস থেকে আসছেন। তোমরা সকলে শান্ত হও। পরমেশ্বর আপন পবিত্র পীঠে জাগ্রত। তিনি আসছেন। তোমরা সকলে নীরব হও।


আমি, প্রভু পরমেশ্বর, অনুসন্ধান করি মানুষের মন, যাচাই করি প্রতিটি হৃদয়, তার জীবন যাপনের ধারা অনুযায়ী, তার কর্ম অনুযায়ী ফল দিই তাকে।


তাহলে কি ঈশ্বর জানতে পারতেন না সে কথা? তিনি যে অন্তর্যামী, জানেন অন্তরের গোপন কথা।


সিয়োনে অধিষ্ঠিত প্রভু পরমেশ্বরের স্তুতি গান কর তোমরা। সকল জাতির কাছে কর ঘোষণা তাঁর সুমহান কীর্তিকাহিনী।


হে জাতিবৃন্দ, তোমরা সকলে শোন, পৃথিবী ও তার অধিবাসী সকলেই শুনুক, জগদীশ্বর প্রভু তোমাদের বিরুদ্ধে সাক্ষী থাকুন, তিনি সাক্ষ্য দিন তাঁর পবিত্র মন্দির থেকে।


ঈশ্বর হয়তো তাদের নিরাপত্তা দেন, কিন্তু তাঁর দৃষ্টি সর্বদা তাদের উপরে থাকে।


স্বর্গ থেকে প্রভু পরমেশ্বর দেখেন মানব সন্তানদের লক্ষ্য করেন তিনি সুবুদ্ধিসম্পন্ন মানুষ কেউ আছে কিনা! আছে কি না কোন ঈশ্বরসন্ধানী!


প্রভু পরমেশ্বর আমাদের আরাধ্য ঈশ্বর তাঁর তুল্য কে আছে আর? তিনি ঊর্ধ্বলোকে সমাসীন,


হে ঈশ্বর, আমাকে অনুসন্ধান করে দেখ, জ্ঞাত হও আমার অন্তরের কথা আমাকে পরীক্ষা কর, অবগত হও আমার চিন্তাধারা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন