Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 11:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 সব কিছুরই ভিত যদি টলে ওঠে, তবে ধর্মনিষ্ঠ মানুষের কি আর করার আছে?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 যদি সমস্ত মূলবস্তু উৎপাটিত হয়, তবে ধার্মিক কি করবে?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 যখন ভিত্তিপ্রস্তর ধ্বংস হচ্ছে, তখন ধার্মিকেরা কী করতে পারে?”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 যদি মূলবস্তু সকল উৎপাটিত হয়, তবে ধার্ম্মিক কি করিবে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 সমাজে ভিতগুলোই যদি নষ্ট হয়ে যায়, তবে সৎ‌ লোকরা কি করবে?

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 কারণ যদি ভিত্তিমূল ধ্বংসপ্রাপ্ত হয়, ধার্মিকরা কি করতে পারে?

অধ্যায় দেখুন কপি




গীত 11:3
15 ক্রস রেফারেন্স  

ওরা কিছু জানে না, বোঝে না, অন্ধকারেই ওরা ঘুরে বেড়ায়, জগত সংসারের ভিত্তি উঠেছে কেঁপে।


কিন্তু ঈশ্বর যা স্থাপন করেন তা অটল। তারই ভিত্তির উপর ক্ষোদিত আছে, ‘প্রভু জানেন কারা তাঁর আপনজন’ এবং ‘প্রভুর নাম যারা করে তারা যেন অন্যায় থেকে দূরে থাকে’।


বহু কাল আগে যা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তাকেই পুনর্গঠিত করবে তোমরা, পুরাতন ভিত্তির উপর আবার গড়ে তুলবে নতুন ইমারৎ। তোমরা আখ্যাত হবে নগর প্রাকার ও বিধ্বস্ত অট্টালিকাসমূহের নব নির্মাতারূপে।


পৃথিবী ও বিশ্বচরাচর যদিও হয় বিকম্পিত, তবু আমি তার ভিত্তিমূল রাখব সুদৃঢ়। সেলা


যারা নিজেদের ধার্মিক বলে মনে করে, দিন দিন তাদের এই ধারণাই দৃঢ় হয় যে, তারাই ঠিক।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন