গীত 109:25 - পবিএ বাইবেল CL Bible (BSI)25 লোকের কাছে আমি হয়েছি অবজ্ঞার পাত্র, আমাকে দেখলে তারা উপহাস করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 আর আমি ওদের কাছে তিরস্কারের পাত্র হয়েছি; তারা আমাকে দেখলেই অবজ্ঞা করে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 আমার অভিযোগকারীদের কাছে আমি অবজ্ঞার পাত্র হয়েছি; যখন তারা আমাকে দেখে তখন তারা ঘৃণায় মাথা নাড়ায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 আর আমি উহাদের কাছে তিরস্কারের পাত্র হইয়াছি; আমাকে দেখিলেই তাহারা মাথা নাড়ে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 মন্দ লোকরা আমায় অপমান করে। আমার দিকে তাকিয়ে ওরা মাথা নাড়ায়। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী25 আমি অভিযোগকারীদের কাছে অবজ্ঞার পাত্র হয়েছি; যখন আমাকে দেখে তারা তাদের মাথা নাড়ে। অধ্যায় দেখুন |