Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 109:20 - পবিএ বাইবেল CL Bible (BSI)

20 যারা আমার বিরুদ্ধে বলছে কুকথা, আমার সেই বিপক্ষদের সেই ভাবেই শাস্তি দিন প্রভু পরমেশ্বর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

20 আমার বিপক্ষেরা, আমার প্রাণের বিরুদ্ধে যারা দুর্বাক্য বলে, তারা যেন মাবুদ থেকে যেন এই ফল পায়।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

20 সেই অভিশাপ সদাপ্রভুর প্রতিফল হোক, আমার অভিযোগকারীদের প্রতি হোক যারা আমার সম্বন্ধে মন্দ কথা বলে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

20 সদাপ্রভু হইতে এই ফল পায় আমার বিপক্ষেরা, আমার প্রাণের বিরুদ্ধে যাহারা দুর্ব্বাক্য বলে, তাহারা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

20 আমার শত্রুর প্রতি প্রভু যেন এসব করেন। যারা আমায় খুন করতে চায় তাদের প্রতি প্রভু যেন এসব করেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

20 সদাপ্রভুু থেকে এইফল পায় আমার বিপক্ষেরা, আমার প্রাণের বিরুদ্ধে যারা খারাপ কথা বলে তারা।

অধ্যায় দেখুন কপি




গীত 109:20
19 ক্রস রেফারেন্স  

ধাতুশিল্পী আলেকজাণ্ডার আমার ভয়ানক ক্ষতি করেছে। প্রভুই তার কাজের প্রতিফল দেবেন।


তিনি ওদের অধর্মের প্রতিফল দেবেন, উচ্ছিন্ন করবেন ওদের দুষ্টতার জন্য, প্রভু পরমেশ্বর আমাদের আরাধ্য ঈশ্বর, সমূলে ধ্বংস করবেন ওদের।


তুমি আমার পিতা দাউদের সঙ্গে যে সব অন্যায় ব্যবহার করেছ, সে সব কথা তুমি খুব ভাল করেই জান। প্রভু পরমেশ্বর তার জন্য তোমায় শাস্তি দেবেন।


সেইজন্য আমি তোমাদের বলছি, ঈশ্বরের আত্মার আবেশে যে চলে সে বলতে পারে না ‘ধিক্‌ যীশু’, এবং পবিত্র আত্মার প্রভাব ছাড়া কেউ বলতে পারে না ‘যীশুই প্রভু’।


আর আমার ঐ শত্রুরা, যারা চায়নি যে, আমি তাদের উপর রাজত্ব করি, তাদের ধরে আন এবং আমার সামনে বধ কর।’


কিন্তু যীশু বললেন, নিষেধ করো না তাকে কারণ আমার নামে অলৌকিক কাজ করার পর কেউ আমার দুর্নাম করতে পারে না।


কিন্তু ফরিশীরা এ কথা শুনে বলল, এ লোকটি নিজের ক্ষমতায় নয় অপদেবতাদের অধিপতি, বেলসবুলের সাহায্যেই অপদেবতাদের তাড়ায়।


মানবপুত্র এলেন, তিনি আহার করছেন, পানও করছেন, আর তারা বলে, দেখ, লোকটা পেটুক ও মদ্যপ, এবং কর আদায়কারী ও পাপিষ্ঠদের সঙ্গেই তার বন্ধুত্ব কর্মেই প্রজ্ঞার যর্থাথ পরিচয়।


প্রভু পরমেশ্বর বলেন আমার প্রভুকে, যিনি আমার রাজা: তুমি আমার দক্ষিণে বস, যতক্ষণ না তোমার শত্রুদের আমি করি তোমার পাদপীঠ।


শত্রুদল আমার প্রাণনাশের চেষ্টায় তৎপর, তারা আমার বিরুদ্ধে সমালোচনা করে, আমার প্রাণনাশ করতে চায় যারা তারা একযোগে করে চক্রান্ত।


অন্যথায় ক্রুদ্ধ হবেন তিনি পথেই হবে তোমাদের বিনাশ, কারণ মুহূর্তে প্রজ্বলিত হয় তাঁর ক্রোধ, ধন্য তারা, যারা তাঁর শরণাগত।


রাজা তাকে জিজ্ঞাসা করলেন, কুমার অবশালোম কুশলে আছে তো? সুদানী ক্রীতদাস বলল, মহারাজ, তাঁর উপরে যা ঘটেছে, তা আপনার শত্রুদের উপর এবং আপনার বিরুদ্ধে বিদ্রোহীদের উপর ঘটুক।


অহীথোফল যখন দেখল, তার পরামর্শ মত কাজ হল না, তখন সে তার গাধার পিঠে চড়ে বাড়ি চলে গেল এবং বাড়ির দেখাশুনার সমস্ত ব্যবস্থা করল। তারপর গলায় দড়ি দিয়ে মারা গেল। তার বাবার করবে তাকে সমাধি দেওয়া হল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন