Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 109:13 - পবিএ বাইবেল CL Bible (BSI)

13 বিলুপ্ত হোক তার বংশ, মুছে যাক পরবর্তী প্রজন্ম থেকে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

13 তার ভবিষ্যৎ বংশ উচ্ছিন্ন হোক, পরবর্তী বংশধরের সময়ে তাদের নাম মুছে যাক।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

13 তার উত্তরপুরুষদের যেন মৃত্যু হয়, আগামী প্রজন্ম থেকে যেন তাদের নাম মুছে যায়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 তাহার ভাবী বংশ উচ্ছিন্ন হউক, পরপুরুষের সময়ে তাহাদের নাম লুপ্ত হউক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 আমার শত্রুকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিন। পরবর্তী প্রজন্ম যেন সব কিছু থেকে ওর নাম মুছে দেয়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 তার ভবিষ্যৎ প্রজন্ম বিচ্ছিন্ন হোক, পরের বংশধরের নাম মুছে যাক।

অধ্যায় দেখুন কপি




গীত 109:13
17 ক্রস রেফারেন্স  

ধার্মিক চিরস্মরণীয়, তার স্মৃতি আশীর্বাদ স্বরূপ, কিন্তু দুর্জনের স্মৃতি অভিশপ্ত।


প্রভু পরমেশ্বর ন্যায়বিচারে সুপ্রসন্ন, তিনি পরিত্যাগ করেন না তাঁর ভক্তদের, চিরকাল তাদের করেন রক্ষা, কিন্তু দুষ্টদের বংশ হবে নির্মূল।


তার কোন বংশধর থাকবে না, থাকবে না কোন উত্তরাধিকারী।


এ ব্যক্তি হারাবে তার সন্তানদের, সে হবে এমন একজন, যার জীবনে আসবে না সফলতা কোনদিন, এই তার বিধিলিপি। থাকবে না তার কোনও বংশধর, দাউদের উত্তরাধিকারীরূপে যে ধারণ করবে যিহুদীয়ার শাসনদণ্ড। আমি, প্রভু পরমেশ্বর, এই কথা বললাম।


তুমি উচ্ছিন্ন করবে পৃথিবী থেকে তাদের সন্তানসন্ততি, লোপ করবে তাদের বংশ মানবসমাজ থেকে।


আমি তাকে বলেছি যে, সে জেনে শুনে যে অপরাধ করেছে তার জন্য আমি চিরকাল তার বংশকে দণ্ড দেব, কারণ তার পুত্রেরা ঈশ্বরনিন্দা করছে জেনেও সে তাদের নিবৃত্ত করেনি।


প্রভু পরমেশ্বর তাকে ক্ষমা করবেন না, তাঁর তীব্র রোষানল সেই ব্যক্তির বিরুদ্ধে ধূমায়িত হয়ে উঠবে এবং এই পুস্তকে লিখিত সমস্ত অভিশাপ তার উপর বর্তাবে। পৃথিবীর বুক থেকে প্রভু পরমেশ্বর তার নাম মুছে ফেলবেন।


তাই তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যে দেশের অধিকার তোমাদের দেবেন সেই দেশের চারিদিকে তোমাদের শত্রুদের দমন করে তিনি যখন তোমাদের নিরাপত্তা ও শান্তি দেবেন তখন তোমরা পৃথিবীর বুক থেকে অমালেকীদের স্মৃতিচিহ্ন নিঃশেষে লোপ করবে, এ কথা ভুলে যেও না।


তুমি আমার কাছ থেকে সরে যাও, আমি এদের সংহার করে পৃথিবীর বুক থেকে এদের নাম বিলুপ্ত করে দেব এবং এদের চেয়ে বৃহৎ ও শক্তিমান এক জাতির জনক করব তোমাকে।


কিন্তু আমাদের পিতার পুত্রসন্তান নেই বলে গোষ্ঠী থেকে তাঁর নাম কেন লুপ্ত হবে? পিতৃকুলের জ্ঞাতিদের মধ্যে আমাদেরও সম্পত্তির অধিকার দিন।


সিম্রী রাজা হয়েই বাশার বংশের সকলকে হত্যা করলেন। তাঁর সমস্ত পুরুষ আত্মীয় ও বন্ধুদেরও হত্যা করলেন।


পৃথিবী থেকে তার স্মৃতি হবে লুপ্ত কেউ তার নাম আর করবে না।


তোমার বিরুদ্ধে ওদের কুমন্ত্রণা সমস্ত চক্রান্ত ওদের কখনও হবে না সফল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন