গীত 108:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)9 মোয়াব আমার প্রক্ষালন পাত্র ইদোমের উপর আমি রাখব আমার পাদুকা, ফিলিস্তিনীদের দেশে আমি করব বিজয়োল্লাস। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 মোয়াব আমার পা ধোয়ার পাত্র; আমি ইদোমের উপরে আমার পায়ের জুতা নিক্ষেপ করবো; পলেষ্টিয়ার উপরে জয়ধ্বনি করবো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 মোয়াব আমার হাত ধোয়ার পাত্র, ইদোমের উপরে আমি আমার চটি নিক্ষেপ করব; ফিলিস্তিয়ার উপরে আমি জয়ধ্বনি করব।” অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 মোয়াব আমার প্রক্ষালনপাত্র; আমি ইদোমের উপরে নিজ পাদুকা নিক্ষেপ করিব; পলেষ্টিয়ার উপরে জয়ধ্বনি করিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 মোয়াব আমার পা ধোয়ার পাত্র হবে। ইদোম হবে আমার পাদূকাবাহক দাস। আমি পলেষ্টীয়দের পরাজিত করবো এবং জয়ধ্বনি দেবো।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 মোয়াব আমার ধোবার পাত্র; আমি ইদোমের ওপরে আমার জুতো ছুড়বো; আমি পলেষ্টিয়ার ওপরে জয়ধ্বনি করবো। অধ্যায় দেখুন |