Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 108:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 অবিচল তোমার প্রেম স্বর্গের চেয়েও মহান তোমার ন্যায়নিষ্ঠা মেঘলোকস্পর্শী।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 কেননা তোমার অটল মহব্বত আসমানের চেয়ে মহৎ, তোমার বিশ্বস্ততা মেঘ পর্যন্ত ব্যাপ্ত।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 কারণ তোমার অবিচল প্রেম আকাশমণ্ডলের ঊর্ধ্বে; তোমার বিশ্বস্ততা গগনচুম্বী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 কেননা তোমার দয়া আকাশমণ্ডল অপেক্ষা মহৎ, তোমার সত্য মেঘ পর্য্যন্ত ব্যাপ্ত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 হে প্রভু, আপনার প্রেম আকাশের চেয়ে উঁচু। আপনার প্রেম উচ্চতম মেঘের চেয়েও উঁচুতে অবস্থিত।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 কারণ তোমার বিশ্বস্ততার বিধি আকাশমণ্ডলের ওপরে মহৎ এবং তোমার বিশ্বাসযোগ্যতা আকাশ পর্যন্ত পৌঁছয়।

অধ্যায় দেখুন কপি




গীত 108:4
10 ক্রস রেফারেন্স  

কিন্তু হে প্রভু পরমেশ্বর, অবিচল তোমার প্রেম পরিব্যাপ্ত নভোমণ্ডলে, গগনস্পর্শী তোমার সত্যময়তা।


পৃথিবী থেকে আকাশ যত উঁচু, যারা তাঁকে সম্ভ্রম করে তাদের প্রতি তাঁর করুণাও তত অসীম উদার।


তোমার করুণা অনন্তকাল স্থায়ী চিরস্থায়ী আকাশের মত বিশ্বস্ততা তোমার।


আমার মত ও পথের সাথে তোমাদের মত ও পথের ঠিত ততখানিই ব্যবধান, যে ব্যবধান রয়েছে স্বর্গ ও মর্ত্যের মাঝে।


সর্ব জাতির উপরে সমুন্নত প্রভু পরমেশ্বর আকাশমণ্ডলের ঊর্ধ্বেও বিরাজিত তাঁর মহিমা।


হে প্রভু পরমেশ্বর, আকাশমণ্ডল তোমার অলৌকিক কীর্তির প্রশস্তি করুক, পুণ্যাত্মাদের সমাবেশ মুখরিত হোক তোমার বিশ্বস্ততার প্রশংসাগানে।


অবিচল প্রেম ও সত্যের মিলন ঘটল, ন্যায়পরতা ও শান্তি করল পরস্পর চুম্বন।


তাই আমি, হে প্রভু পরমেশ্বর, জাতিবৃন্দের মাঝে কীর্তন করব মহিমা তোমার! স্তবগান, করব আমি তোমারই নামে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন